নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
আমরা আরও একবার প্রমাণ দিলাম, যে আমরা হুজুগে বাঙালি । ফেসবুকের ভুয়া কিছু পেইজ, দেশের প্রথম সারির একটি অনলাইন পত্রিকার খবর এমনকি বাইরের কিছু মিডিয়াতেও ওজিলকে নিয়ে বিভ্রান্তি ছাড়ান হল । অবাক হলাম, ইয়াহু স্পোর্টসেও নিশ্চিত না হয়ে এমনটাই লিখেছে! যদিও তাঁরা রিপোর্টের শেষে লিখে দিয়েছেন যে তাঁরা এখনও পুরোপুরি নিশ্চিত নন এই ব্যাপারে, তবে ওজিলের ফেসবুক পেইজে ব্রাজিলের শিশুদের অপারেশনে সহায়তার ইঙ্গিত রয়েছে । কোথায় তিনি বিশ্বকাপে আয় করা ২৪০ হাজার ইউরো ব্রাজিলের ভুগতে থাকা শিশুদের অপারেশনের জন্য দেয়ার কথা বললেন, আর সেটাকে আমরা প্যালেস্টাইনের যুদ্ধাহত শিশুদের জন্য ওজিলের দান বলে খবর রটিয়ে দিলাম! একবার ভালো করে যাচাই বাছাই করারও প্রয়োজন অনুভব করলাম না! নায়ক বানিয়ে দিলাম ওজিলকে! ওজিলের মুখপাত্র ক্রীড়া সাংবাদিক রব হ্যারিসও টুইট করে বিষয়টির অসত্যতা নিশ্চিত করেছেন । এরপর আর কি কোন সন্দেহের অবকাশ আছে?
হ্যাঁ, তিনি অবশ্যই নায়ক । জার্মানির বিশ্বকাপ বিজয়ী দলের একজন তিনি । সম্প্রতি ব্রাজিলের ১১ জন আহত শিশুর অপারেশনের ভার নিয়েছিলেন । বিশ্বকাপ জয়ের পর ব্রাজিলের আতিথেয়তায় মুগ্ধ অজিল ফেসবুক পেইজে ঘোষণা দিলেন আরও ২৩ জনের দায়িত্ব নেয়ার (ওজিলের জার্সি নাম্বার ২৩) । বিপদে দুস্থ মানুষের পাশে যিনি দাঁড়ান, তিনিই তো নায়ক । কিন্তু, না জেনে ভুলভাবে ভুল খবরে আমরা কাউকে কেন নায়ক বানাব?
বন্ধুরা, একটাই অনুরোধ- দেখে, শুনে, বুঝে, ইন্টারনেটের বিভিন্ন বিশ্বস্ত সূত্র যাচাই করে তারপর পোস্ট দিন । মানুষ যেন ভুল বার্তা না পায় আপনার থেকে ।
বিস্তারিতঃ Click This Link
©somewhere in net ltd.