নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
ঢাকার রাস্তায় বের হলেই 'থ্রি ইডিয়টস' এর "নো প্লেস ফর মূত্র বিসর্জন ইন দিস কান্ট্রি" (এদেশে টয়লেট করার জায়গা নেই!) ডায়ালগটা মনে পড়ে। পথচারি কি সাধে এ দেয়াল-ও গাছ নোংরা করে?
এর একটা স্থায়ী সমাধান চাই। রাস্তার পাশে ঘন ঘন পাবলিক টয়লেট স্থাপন জরুরি। প্রতিবেশি নরেন্দ্র মোদি "টয়লেট আগে, মন্দির পরে" -লিখে দেয়ালে দেয়ালে টাঙ্গিয়ে দিয়েছেন। এত বিশাল জনসংখ্যার দেশ হয়ে ওরা যদি পারে, তো আমরা কেন পারব না?
২| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৬
নীল আকাশ ২০১৪ বলেছেন: সুস্থ স্বাভাবিক একজন মানুষের ঘন ঘন মুত্র বিসর্জনের কোন দরকার নেই। একজন মানুষ সকালে বাসা থেকে মুত্র বিসর্জন করে বেরুলে পরবর্তী ৩/৪ ঘন্টার মধ্যে এই প্রয়োজন আর হবেনা বলেই মনে করি। তাই এত ঘন ঘন টয়লেট স্থাপনের কোন প্রয়োজন নেই। তবে খুব ব্যাপক লোকসমাগম স্থল যেমন যাত্রাবাড়ি, ফার্মগেট, গুলিস্তান, নিউমার্কেট, মগবাজার এবং মিরপুর গোলচত্বরে মাঝারি আকারের একটি করে পাবলিক টয়লেট বানানোর উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেয়া উচিত।
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৪
...নিপুণ কথন... বলেছেন: যারা রাস্তার পাশে গাছের নিচে অথবা ফুটপাতে প্রস্রাব করে, এ কথা তাদেরকে গিয়ে বোঝান! কখন কার চাপ পড়ে, কে বলতে পারে? রাস্তায় বের হবার আগে পানি কম খেয়ে বের হবেন, এটা তো কাজের কথা না। টয়লেট বাড়ানো দরকার, পরিষ্কার-পরিচ্ছন্নতাও দরকার।
৩| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬
শেখ মেসবাহউদ্দিন আহমেদ বলেছেন: আমার জানামতে ঢাকা শহরে অনেক স্থানেই পাবলিক টয়লেট আছে। কিন্তু সেগুলি নিয়মিত পরিষ্কার বা স্বাস্থ্যসম্মত রাখার ব্যবস্থা নাই বললেই চলে। ফলে কিছু সচেতন ব্যক্তি (!) নিজ উদ্যোগে পুরা ঢাকা শহর-কে পাবলিক টয়লেট ভেবে যত্রতত্র কাজ সারছেন। সবচেয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন মহিলারা। তাই শুধু নির্মাণ নয়, রক্ষণাবেক্ষণ ও জরুরী।
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৫
নাজমুস বলেছেন: জরুরী একটা বিষয় নিয়া লিখছেন, টয়লেট খুবই দরকার এদেশে