নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

আপনি কি করবেন, কোন পথে হাটবেন- সেই সিদ্ধান্ত আপনার

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৮



সভ্যতার সূচনালগ্ন থেকেই সুন্দর মনের মানুষগুলো জীবনের প্রতি পদে পদে কষ্ট পেয়ে আসছে অসুন্দর মনের মানুষদের কাছ থেকে। আপনি সৎ থাকতে চাইবেন, তো আপনাকেই বেশি ঝামেলা পোহাতে হবে। নীতিবাক্য ও আদর্শ মেনে চলবেন, তো দেখবেন আপনি একা হয়ে পড়বেন, আপনাকে নিয়ে সবাই উপহাস করবে, অনেকে আপনাকে "psyco" বলতেও ছাড়বে না। সুন্দর মনের মানুষগুলোর আবেগ-অনুভূতি বেশি। এরা সহজেই কাউকে কষ্ট দিতে পারেনা। অথচ কষ্ট পাবার দিক দিয়ে এরাই সবার আগে থাকে। এদের বেশীরভাগেরই অর্থভাগ্য খারাপ থাকে, ধার-দেনা করে চলতে হয়, নুন আনতে পান্তা ফুরায়!



অপরদিকে, যাদের মন অসুন্দর, তারা সুন্দরভাবে কিছু চিন্তা করতে পারে না। তাই, কেউ সুন্দর থাকুক এটাও মেনে নিতে পারে না। এরা জানে জীবনে টাকা এবং টাকাই একমাত্র সম্পদ। তাই এরা যে করে হোক টাকার পিছেই ছোঁটে। টাকা দিয়েই নিজের জীবনটাকে সুন্দর করে সাজায়, কিন্তু নিজে ঠিকই অসুন্দর থেকে যায়। কারণ, কয়লা ধুলে ময়লা যায়না। এরাই দেখবেন আপাত দৃষ্টিতে ভালো থাকবে, কারণ এদের জীবনে ঝামেলা কম। টাকা আর ক্ষমতা দিয়েই সবকিছু "ম্যানেজ" করে ফেলে এরা।



হ্যাঁ, কথাগুলো মেনে নিতে কষ্ট হলেও, এগুলোই সত্যি। তবু সুন্দর মনের মানুষদের হতাশ হবার কিছু নেই। কারণ, যে সুন্দর সে সৎ। যে সৎ, তার কোন দূর্বলতা নেই। তাই সে মাথা উঁচু করে বাঁচতে পারে। কিছুদিন আগে হলেও বলতাম, সে সম্মান নিয়ে বাঁচতে পারে। কিন্তু, এখন তো টাকা দিয়ে সম্মানটাও(পদক, প্রতিষ্ঠা!) কিনে নেয়া যায়! এসব কারণে, আসলে, আমি নিজেই নিজেকে নিয়ে হতাশ হয়ে যাই মাঝে মাঝে। ইচ্ছে হয়, গড্ডালিকা প্রদাহে গা ভাসিয়ে দেই আমিও। কিন্তু পারিনা। এখন, আপনি কি করবেন সেই সিদ্ধান্ত আপনার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.