|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ...নিপুণ কথন...
...নিপুণ কথন...
	সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
 আগামীকাল কী হতে চলেছে জানিনা। জানিনা আগামী ক'দিন কী আছে দেশের মানুষের ভাগ্যে। শুধু জানতে চাই, আমরা যেন হানাহানি সংঘর্ষে লিপ্ত না হই। আমরা যেন সবাই মিলে ভালো থাকি, পরমতসহিষ্ণু হই। কোন সাধারণ যেন হামলার শিকার না হন। শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণ আন্দোলন করুন, একে অন্যের কথা শুনুন, অন্যের মতকে গুরুত্ব দিন। এরপর নিজেরাই সমঝোতার মাধ্যমে ঐক্যমতে পৌঁছে আমাদেরকে দুশ্চিন্তার হাত থেকে মুক্তি দিন। আমরা এমনিতেই অনেক অশান্তিতে থাকি, আর অশান্তি চাইনা, হানাহানি চাইনা।
আগামীকাল কী হতে চলেছে জানিনা। জানিনা আগামী ক'দিন কী আছে দেশের মানুষের ভাগ্যে। শুধু জানতে চাই, আমরা যেন হানাহানি সংঘর্ষে লিপ্ত না হই। আমরা যেন সবাই মিলে ভালো থাকি, পরমতসহিষ্ণু হই। কোন সাধারণ যেন হামলার শিকার না হন। শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণ আন্দোলন করুন, একে অন্যের কথা শুনুন, অন্যের মতকে গুরুত্ব দিন। এরপর নিজেরাই সমঝোতার মাধ্যমে ঐক্যমতে পৌঁছে আমাদেরকে দুশ্চিন্তার হাত থেকে মুক্তি দিন। আমরা এমনিতেই অনেক অশান্তিতে থাকি, আর অশান্তি চাইনা, হানাহানি চাইনা।
ফুয়াদ ভাইয়ের গাড়ির ওপর হামলা হলো। গাড়ির গ্লাস ভেঙ্গে ঢিল ভেতরে প্রবেশ করেছে। ফেসবুকে তিনি একগাদা হতাশা ব্যক্ত করেছেন। জানিয়েছেন, অল্পের জন্য ঢিল তাঁর স্ত্রীর মাথায় লাগেনি। এরপর তিনি বাচ্চাদের মতো রেগে গিয়ে খারাপ শব্দ ব্যবহার করেছেন দেশকে নিয়ে। তিনি জানিয়েছেন, কাছের মানুষের নিষেধ থাকা সত্বেও নাকি তিনি এখানে এসেছিলেন শুধুমাত্র সঙ্গীতের টানে! অনেকে বলে, দু-চারটে পুরাতন গানে কিছু "উড়াধুড়া" শব্দ জুড়ে দিয়ে রিমিক্স বানালেই সেটা গান হয়ে যায় না। অনেকে আবার বলছেন "ইহাদের কখনও শহীদ মিনারে দেখিনি, মিছিলে নয়, কাল রাত্রিতে নয় তাই উহাদের চিনি না"।  আমি তাদের সাথে তর্কে যাব না, সহমতজ্ঞাপনও করবো না। আমি শুধু আমার দৃষ্টিতে তাঁকে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে দেখে আজকের ঘটনা নিয়ে একটু আলোচনা করতে চাই। কারণ, আইনের চোখে তারকা আর সাধারণ মানুষের অধিকার সমান।
আর, ধরে নিতে পারি, হামলাকারিরা তাঁকে চিনতে পেরে ঢিল ছোঁড়েনি, সাধারণ মানুষের গাড়ি ভেবেই হামলা করেছে। 
প্রথমত, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তাবিধান করা রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্ব পালনে আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনী মাঠে আছে। তারপরেও দেখা যাচ্ছে হামলা হচ্ছে। এভাবে রাস্তায় যদি কেউ অনিরাপদ হয়ে পড়ে, তবে সেটা চিন্তার বিষয় নয়তো কি? এমন পরিস্থিতিতে কারো মাথা ঠান্ডা থাকারও কথা না। কিন্তু তাই বলে নিজের দেশকে ** করতে চাওয়াটা কোন ভদ্র মানুষের কাজ হতে পারে না। আপনি দেশকে ভালোবেসে, দেশের সঙ্গীতকে ভালোবেসে যদি এখানে এসে থাকেন, তো আপনি সাহস করে দেশকে বদলে দিতে লড়ুন, নিজের কাঁধে দায়িত্ব তুলে নিন। আপনার পিছে তরুণ সমাজ আছে, আপনার ভক্তরা আছে। তাদেরকে সাথে নিয়ে আপনি দেশকে গড়ে তুলুন। কিন্তু আক্রমণের শিকার হয়েই আপনি উল্টাপাল্টা ভাষা ব্যবহার করে দেশ ছেড়ে চলে যেতে উদ্যোগী হতে পারেন না। আমরা সবাই যদি এভাবে মুখ ফিরিয়ে চলে যাই, তো দেশটা গড়বে কে?
আসুন, গালি না দিয়ে ভালোবেসে দেশটাকে গড়ি। সবাই মিলে দেশটাকে নিরাপদ বাসযোগ্য করে গড়ে তুলি। 
[এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। এই মত কোন দল বা গোষ্ঠির পক্ষে বা বিপক্ষে নয় এবং এই মতের মাঝে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন প্রকার মত খোঁজা চলবে না। ]
Click This Link
 ১৫ টি
    	১৫ টি    	 +১/-০
    	+১/-০  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ২:২৮
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ২:২৮
...নিপুণ কথন... বলেছেন: হতাশ হলে চলবে না। আশা নিয়ে বাচুন ।
  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ২:২৮
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ২:২৮
...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ ।
২|  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ২:২০
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ২:২০
রাফা বলেছেন: চমৎকার লিখেছেন।
নিজের অথবা নিজের পরিবারের কারো উপর আঘাত আসলে আমাদের আর ভালো লাগেনা।অথচ লক্ষকোটি সাধারণ মানুষ এর বিরুদ্ধে সংগ্রাম করে বেচে আছে।
যতদিন পর্যন্ত এই মনোবৃত্তি ত্যাগ না করতে পারবো ততদিন দেশটা বদলে যাবে এটা আশা করাটাইতো বাতুলতা।
প্রত্যেকের নিজেকে দিয়ে শুরুটা হলেই একদিন এই দেশটা সুন্দর হয়ে উঠবে।
ধন্যবাদ,নিপুন কথা-আপনার সুন্দর ভাবনার জন্য।
  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ২:২৭
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ২:২৭
...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ । আমার নিক "নিপুণ কথন" ।
৩|  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ২:৩৪
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ২:৩৪
নীল আতঙ্ক বলেছেন: চেষ্টা করছি বাঁচার মতো করে বাঁচতে।
দেখি সফল হতে পারি নাকি।
ভালো থাকবেন ভাইয়া।
শুভ রাত্রি।
  ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ২:৩৭
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ২:৩৭
...নিপুণ কথন... বলেছেন: আপনিও ভালো থাকবেন । কথা হবে ।
৪|  ০৫ ই জানুয়ারি, ২০১৫  ভোর ৪:৫২
০৫ ই জানুয়ারি, ২০১৫  ভোর ৪:৫২
বাংলার পথিক বলেছেন: উনার সাথে যা হইছে সেইক্ষেত্রে এইভাবে বলাটা উনার স্বাভাবিক কারণ নিজের স্ত্রীর জীবনটা হয়তো চলে যেতো । বাংলাদেশের রাজনীতিতে হানাহানি থাকবেনা , মারামারি থাকবেনা ব্যাপার টা একটা সপ্নের মত । বাংলাদেশের রাজনীতির পটভূমিই এমন আর এইটা পরিবর্তন করা খুব কঠিন কারণ পুরো দল,সিস্টেম কেই বদলাতে হবে যা অসম্ভব বলে মনে হওয়া ছাড়া আর কিছু না আর যেই নতুন শক্তি বদলাতে যাবে তাকেই বলির স্বীকার হতে হবে এই প্রধান দুই দলের । তাও আশা করছি পরিবর্তন হবে বাস্তব্বাদী না হয়েও কাল্পনিক ভাবে !!! দোষ কি ! করছি তো !!
৫|  ০৫ ই জানুয়ারি, ২০১৫  সকাল ৭:১৪
০৫ ই জানুয়ারি, ২০১৫  সকাল ৭:১৪
খেলাঘর বলেছেন: 
আপনারা আজব আজব কথা বলেন; দেশ আপনাকে কে গড়তে দিচ্ছে?
পিন্টু, হাজী সেলিম, শামীম ওসমানরা কি আপনাকে কিছু করতে দেবে?
  ০৫ ই জানুয়ারি, ২০১৫  দুপুর ১:০৪
০৫ ই জানুয়ারি, ২০১৫  দুপুর ১:০৪
...নিপুণ কথন... বলেছেন: এসব আজব কথাগুলিই মানুষকে আলোড়িত করতে পারে। হাল ছেড়ে দিয়ে কি লাভ? বাইরে চলে যাওয়ার সামর্থ্য আছে ক'জনার? দেশেই যখন থাকতে হবে, কেন এক্লটু ভালো থাকার চেষ্টা করে দেখিনা?
৬|  ০৫ ই জানুয়ারি, ২০১৫  দুপুর ২:৪০
০৫ ই জানুয়ারি, ২০১৫  দুপুর ২:৪০
সুমন কর বলেছেন: সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত !!!   
 
  ০৮ ই জানুয়ারি, ২০১৫  রাত ১১:৪৬
০৮ ই জানুয়ারি, ২০১৫  রাত ১১:৪৬
...নিপুণ কথন... বলেছেন: হুম!
৭|  ০৫ ই জানুয়ারি, ২০১৫  বিকাল ৩:৩৩
০৫ ই জানুয়ারি, ২০১৫  বিকাল ৩:৩৩
কাবিল বলেছেন: সহমত থাকল
ধন্যবাদ 
  ০৮ ই জানুয়ারি, ২০১৫  রাত ১১:৪৫
০৮ ই জানুয়ারি, ২০১৫  রাত ১১:৪৫
...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ।
৮|  ২৪ শে জানুয়ারি, ২০১৫  দুপুর ১২:৫৬
২৪ শে জানুয়ারি, ২০১৫  দুপুর ১২:৫৬
মাঝিবাড়ি বলেছেন: আসুন, গালি না দিয়ে ভালোবেসে দেশটাকে গড়ি। সবাই মিলে দেশটাকে নিরাপদ বাসযোগ্য করে গড়ে তুলি।
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ২:০২
০৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ২:০২
নীল আতঙ্ক বলেছেন: দেশ গড়তে আপনার পাশে আছি নাকি এখনো বলতে পারছি না... কারন আমাদের জীবনের কোন ভরসা নেই...... হইত বা থাকবই না।
তবে লেখা তা ভালো লাগলো।
চিন্তা তা সুন্দর আপনার।