নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

রাবিশ এন্ড বোগাস!

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২১

১) মাননীয় অর্থমন্ত্রীকে অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ মানুষ বলেই জানি। কিন্তু কোন হিসেবে তিনি ১ টাকা ও ২ টাকার নোট ধংসে ৩০০ কোটি টাকা ব্যায় করতে চাইছেন, আমার বোধগম্য হচ্ছে না। তিনি নাকি জানেনই না, ১টাকা বা ২টাকাতেও চকলেট পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় এখনো ১টাকায় লাল চা পাওয়া যায়- মন্ত্রী নিশ্চয়ই জানেন না। শাহবাগ থেকে কারওয়ান বাজার গেলে লোকাল বাসে ভাড়া এখনো ছাত্ররা ২টাকা দেয়। এমন অনেক দৃষ্টান্ত দেয়া যাবে। ওপরের লেভেলের মানুষজন এসব জানবেন না, কারণ তাঁরা সাধারণের ভোটে নির্বাচিত হয়ে সাধারণের সেবা করার প্রত্যয়ে দায়িত্বে গেলেও, সাধারণের খোঁজ খুব কমই রাখেন।

এতদিন ১টাকার নোটের বদলে দোকানদারের চকলেট দেয়ার ব্যাপারটির প্রতিবাদ করেছি। পাইকারি দরে কিনলে একটি চকলেটের দাম ৬০ পয়সার মতো পরে, যা কিছুতেই ১টাকার সমতুল্য হতে পারে না। অর্থমন্ত্রী যদি এই সিদ্ধান্তটি বাস্তবায়ন করেন, তবে এই চকলেটের দাম হবে ৫টাকা। মুদ্রাস্ফীতি কাহাকে বলে, আমরা বুঝব।

বড়লোক আরো বড়লোক হচ্ছে, যেকোন উপায়ে, যে কাউকে ঠকিয়ে। গরিব গরিবই থেকে যাচ্ছে। সৎপথে খুব বেশি উন্নতি ঘটানো সম্ভব না নিজের অর্থনৈতিক অবস্থার। কাজেই, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশে দুর্নীতি, অপরাধ, অসততা বাড়বে। টিকে থাকার লড়াইয়ে নীতি আর সততা পরাজিত হবে। ফলাফল শুভ হবে না। শুধুমাত্র সরকারি চাকুরেদের বেতন বাড়িয়ে আপনি সবকিছুর দাম বাড়িয়ে দেবেন? এতে লাভ হবে কার? যে লাউ সে-ই কদু! আর বেসরকারি চাকুরে বা উদ্যোক্তাদের কি হবে? কি হবে মধ্যবিত্ত নিম্নবিত্ত আর গরিবের?

বহুদিন মাননীয় অর্থমন্ত্রীর মুখে "রাবিশ", "ভোগাস" -জাতীয় ট্রেডমার্ক শব্দ শুনিনা। এসব শব্দগুলো না আবার বুমেরাং হয়ে একদিন জনসাধারণের মুখে চলে যায়!

২)ভাইবার, হোয়াটস অ্যাপ, লাইন, ট্যাংগো এর পর, এবার বুঝি ফেসবুকের পালা!
নাশকতা রোধ করতে প্রযুক্তির গতিরোধ করা যাবে না। বিকল্প উপায় খুঁজুন। নয়তো গান ধরুন-

চল সবাই..
জামা-কাপড় খুলে
আদিম যুগে ফিরে যাই!

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৭

সচেতনহ্যাপী বলেছেন: প্রবাসে থাকার সুবাদে আসল ঘটনা জানি না।। তবে এটা বুঝি যে আমাদের অর্থমন্ত্রীরা আসলেই অমানবিক গুনের অধিকারী!!
অর্থমন্ত্রী জানেনই না ৩০০ কোটি টাকায় কয়টি গ্রামকে স্বনির্ভর করা যায়??
আমি আমার পর্যবেক্ষনে এবং অবশ্যই নিজমতে আমার লেখাগুলিতে বলেছি বংলাদেশে মধ্যবিত্ত বলে কোন শ্রেনী থাকবে না।। থাকবে শুধু উচ্চবিত্ত আর নিম্নবিত্ত।।

২| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৩০

ফেরদাউস আল আমিন বলেছেন: চার হাজার কোটি টাকা লুটপাট যার কাছে নিতান্ত নগন্য মনে হয়, তার কাছ থেকে মিতব্যয়ী পরিকল্পনা বা উদ্যোগ বাতুলতা নয় কি?

৩| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৫

সোহানী বলেছেন: ফেরদাউস আল আমিন বলেছেন: চার হাজার কোটি টাকা লুটপাট যার কাছে নিতান্ত নগন্য মনে হ.......

যার কাছে হাজার কোটি টাকা কিছুই না সে আবার এক টাকা দুই টাকার হিসেব করবে !!!!! বুঝতে হবে আমাদের মন্ত্রীগন কতটা ধনী... কারন তাদের দিনের হিসেবে লাখ টাকা খরচ আর কোটি টাকা আয় তাই এসব ফকির মিসকিনের ১/২ টাকার হিসেব রাখা ফালতু কাজ........... কি বলেন !!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.