নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

নেশা করা ছাড় আগে, কথা সব হবে পরে

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৫৫

নেশা খুব ভয়ানক জিনিস। একবার নেশায় পেয়ে বসলে জীবন শেষ। নেশার জগতের দরজা একমুখী, একদিকেই খোলে। একবার এই জগতে ঢুকলে উল্টোপথে সুন্দর জীবনে আর ফিরে আসা যায়না, চাইলেও।

নেশার ঘোরে মানুষ আর মানুষ থাকে না। মাতলামি চরম পর্যায়ে পৌঁছলে, একজন নেশাগ্রস্থ মানুষের পক্ষে যেকোন কিছু করা সম্ভব। বড়দের সাথে বেয়াদবি থেকে শুরু করে মানুষ খুন করে ফেলাও অসম্ভব কিছু নয়। উঠতি বয়সী নেশাগ্রস্থ তরুণদের মাতলামি দেখে আমি অবাক হই, এদের কি বাবা-মা নেই? থাকলে, তাঁরা কেমন বাবা-মা যে সন্তানকে পথে ফিরিয়ে আনতে পারেন না? শিক্ষাটা তো পরিবার থেকেই আসতে হয়, সেই ছোট থেকে। আমি কষ্ট পাই এদের ভবিষ্যৎ পরিণতি দেখে। দিনের পর দিন এভাবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, ফিকে হয়ে আসছে আমাদের স্বপ্ন। এখনই লাগাম টেনে ধরা জরুরি।

সত্যি বলি যদি, তবে বলতে হয়, আজ পর্যন্ত আমি কোন ধরণের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করিনি এবং করবও না। এমনকি ধুমপানও করিনা। আমি আমার আশেপাশের পরিবেশটাও এমন চাই। আমি চাই, আমার আপনজন, বন্ধু-বান্ধব, আদরের ছোটভাই -সবাই নেশার জগতের বাইরে থাকুক। আমি জানি নেশাখোর মানুষের সাথে কথা বলা কোন কাজের কথা নয়, উল্টো অপমানিত হবার ভয় থাকে, মাঝে মাঝে হই-ও, তবু আমি বলেই যাব। আমি আর কোন আপনজন হারাতে চাই না। এমনিতেই খুব একা আমি।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.