![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
১) "colors" চ্যানেলে "Comedy nights with Kapil" কে কে দেখেন? আমি ইদানিং দেখছি। বেশ ভালো লাগে। হাসতে হাসতে পেটে খিল ধরে যায় মাঝে মাঝে।
চ্যানেল পাল্টানোর সময় এই চ্যানেলে এসে গেলে নবোজিৎ সিং সিধুর ভুবনবিদারী হাসি দেখে বিরক্ত লাগতো প্রথমে, কিন্তু পরে এমন হাসির কারণ খুঁজতে একটা শো দেখব বলে ঠিক করলাম। দেখে মজা পেলাম, হাসলাম এবং বুঝলাম, দু চারটে "শের" শোনাতে তাকে রাখা হয়েছে। কিন্তু আমার মনে হল, তাকে বরং রাখা হয়েছে শুধুই "হো হো" করে হাসার জন্য! কমেডির পুরোটাই তো কপিল এন্ড ফ্রেন্ডস করে, বেশ সাফল্যের সাথে। কপিল এক কথায় দূর্দান্ত। সেলিব্রেটিদেরকে বেশ ভালোই সামলাতে পারে।
আরেকটা শো ভালো লাগে, সেটা হল Comedy Classes! Life ok চ্যানেলের এই মজার কমেডি শোটাও ভালো লাগে। আসলে জানেন তো, আমাদের বাস্তব জীবনে হাসির খোরাক খুবই কম। তো, যেখানে যেটুকু হাসির খোরাক পাও, চেটেপুটে খাও!
২) মাঝে মাঝে ভাবি,
শুয়ে-বসে ছবি দেখে গান গেয়ে আর মাঝে মাঝে দু-একটা ছাইপাশ লিখে, এমনিভাবেই যদি কেটে যেত জীবন, যদি কোন চিন্তা-ভাবনা না থাকতো, যদি নিজের মতো করে নিজের ইচ্ছায় বাঁচা যেতো, যদি কোন দায়িত্ব-কর্তব্য না থাকতো,
আহ, কী দারুণই না হতো!
©somewhere in net ltd.