নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
একটু আগে, ভারতের TARA MUZIK চ্যানেলে "Take A Break" অনুষ্ঠানে সেদেশের একজন তরুণ উঠতি শিল্পীর গলায় বাংলাদেশের এলআরবি ব্যান্ডের "সেই তুমি" গানটি শুনলাম। গায়ক নিজেই গিটার বাজিয়ে গাইলেন আমাদের দেশে অসম্ভব জনপ্রিয় এই গানটি। শুধু তাই নয়, গান শেষে উপস্থাপক বললেন, "স্কুল লাইফে এমন কোন ছেলে নেই, বাঙ্গালিদের মাঝে, যে কিনা এলআরবি এর এই গানটি গায়নি বা যার গানটি ভালো লাগেনি..."
ব্যাপারটা ভালো লাগলো। আমাদের গান ওদের দেশেও জনপ্রিয়- জেনে ভালো লাগলো। জাতীয়তা আলাদা হলে কি হবে, ভাষা তো এক। একই ভাষাভাষী হয়ে আমরা যেমন ওদের চ্যানেল দেখি, ওদের গান গাই, ছবি-সিরিয়াল দেখি, ওদের মাধ্যমে বাংলায় ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকোভারি, হিস্টোরির মতো চ্যানেলগুলো দেখে অনেক কিছু শিখি, ঠিক তেমনি ওদের দেশেও আমাদের চ্যানেলগুলো দেখানোর ব্যবস্থা করা হোক। দেয়া-নেয়া একদিক থেকে হয়না, দুদিক থেকেই হতে হয়। এটা হলে প্রতিযোগিতা বাড়বে, ভালোটা বেরিয়ে আসবে আরও ভালোভাবে।
তবে বাংলাদেশে ভালো একটা গানের চ্যানেল দরকার। ওদের তারা মিউজিক ভালো লাগে। শুধুই গান নিয়ে সেখানে আয়োজন। আমাদের দেশেও ভালো গানের চ্যানেল চাই।
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৬
রাখালছেলে বলেছেন: গান বাংলা চ্যানেল তো বাংলাদেশেই বিদ্যমান ।