নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

বলিউডের কাঁদা ছোড়াছুড়ির গল্প!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

সেদিন বলিউডের "Filmfare" অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে পরিচালক করণ যোহরের সাথে কমেডিয়ান কপিলকে দেখে অবাক হয়েছিলাম। ভাবছিলাম, ব্যাপার কি? বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিজের সাফল্যের স্বীকৃতিদানকারী এমন গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামে এত এত যোগ্য অভিনেতা অভিনেত্রী কলাকুশলী থাকতে অনেকটা নবাগত (যতই জনপ্রিয় হোক) কপিল শর্মা কেন? উত্তরটা পেতে খুব বেশি দেরী করতে হলো না। আলিয়া ভাট মঞ্চে এসে বললেন, তিনি বিয়ে করতে চান, পাত্র খুঁজছেন! মঞ্চে এসেই তিনি কপিলকে পছন্দ করার কথা জানালেন। কিন্তু করণ যোহর নানান উদাহরণ দিয়ে শেষে আলিয়াকে বোঝাতে সক্ষম হলেন, কপিল আলিয়ার জন্য উপযুক্ত নয়। তাহলে? এবার আলিয়া বলতে বলতে গেলো- "কপিল শর্মা নয়, আমি হাম্পটি শর্মার বউ হব!" বাহ, কপিলের নামের সাথে মিলিয়ে কত সুন্দর একটা নাটক সাজিয়ে নিজের নতুন ছবির প্রচারণাটা চালিয়ে দিলেন স্টেজে এসে! সুপার্ব!



কারণটা এখানেই শেষ নয়। এরপর মঞ্চে আনা হবে সালমান খানকে, তো করণ সালমানকে মঞ্চে তোলার অনুমতি চাইলেন কপিলের কাছে, ভণিতা আর কি! কপিল বললেন, "জ্বি জরুর! আইয়ে, আইয়ে!" তো, সালমান এলেন, আর কপিল স্বভাবতই তারকাদের পঁচিয়ে দর্শকদের মজার খোড়াক দিতে লাগলেন। সালমানের এটা ভালো লাগলো না। তিনি কপিলকে বলে উঠলেন, "কপিল তো ইদানিং বেশ উল্টাপাল্টা বল (গুগলি) করা শুরু করেছে দেখা যায়! এমন কোন বল আবার আমাকে করো না যেন, যার জন্য তোমাকেই না আবার স্টেডিয়ামের বাইরে চলে যেতে হয়!" এই কথাটি বলে ফিল্মফেয়ারে নিজের ক্ষমতা (পড়ুন "হ্যাডম") দেখিয়ে কপিলকে চোখ রাঙ্গিয়ে দিলেন। তার পরক্ষণেই কপিলের জায়গা হল উপস্থাপক থেকে নিরব দর্শকের সারিতে!



উল্লেখ্য, ফিল্মফেয়ারে শাহরুখকে দেখা যায় না। আবার যেখানে শাহরুখ যান, সেখানে সালমানকে দেখা যায়না!



এর পিছে একটা কাহিনি আছে, "কাহিনি বলিউড কি"। বলিউডে সালমান খান ও শাহরুখ খানের মাঝে কেমন সম্পর্ক, সেটা নিশ্চয়ই আপনাদের কারও অজানা নয়! কেউ কারো নামটাও শুনতে পারেন না। বিভিন্ন অনুষ্ঠানে সালমানের দুই পায়ের মাঝ দিয়ে তোয়ালে নিয়ে নাচের দৃশ্যটি অনুকরণে শাহরুখ যেমন হাস্যরস করেন, তেমনি কম যান না সালমানও। এই যেমন, সেদিনের ফিল্মফেয়ারে কপিল যখন দর্শকের সারি থেকে কাউকে এসে সালমানের মতো করে নাচতে বললেন, সেটা সালমানের ভালো লাগলো না। তাঁর মনে হলো, কপিল তাঁকে পঁচানোর চেষ্টা করছেন। এটা মনে করার পিছে কারণ, কপিলের সাথে শাহরুখের দহরম-মহরম, অল্প কিছুদিন আগেই "Comedy Nights With Kapil" এ আমন্ত্রিত অতিথি ছিলেন শাহরুখ! এবার বুঝুন তাহলে! সালমান বলে উঠলেন, "আমার নাচের অনুকরণ করার আগে শাহরুখের নাচ শিখে আসুক!" বলেই তিনি শাহরুখের পাখির মতো দুহাত ছড়িয়ে স্টাইলটা নকল করে দেখালেন এবং বললেন, "মৃত মানুষের এটা করে দেখানো লাগে না, এমনিতেই মরার পর মানুষ এমন করে পড়ে থাকে!" কি, ঝাঁঝটা টের পেলেন? এতেই ক্ষান্ত দেন নি সালমান, শাহরুখের দলের দীপিকা পাডুকোনের ড্রেস দেখে বলেছেন, "তুমি কি স্বচ্ছ ভারত গড়তে এমন পিছের দিকে ঝাড়ু লাগানো জামা পড়ে এসেছো?"



তো, বলিউডের শীর্ষ দুই তারকা যদি এমন করে কাঁদা ছোড়াছুড়ি করেন, তবে জনপ্রিয় কমেডিয়ান কপিল ওরফে বিট্টু শর্মা কেন কম যাবেন? তিনিও সালমানকে প্রতিদান দিলেন। এবারের Comedy Nights With Kapil এ দেশের কেউ নয়, অতিথি হিসেবে আনলেন পাকিস্তানের আতিফ আসলামকে। দেশের কেউ সাল্লুর রোষানলে পড়তে চাইবেন না, তাই হয়তো! তারপর মনে হল, আগে থেকেই সেট করে রাখা এক দর্শককে ডেকে আনলেন স্টেজে, সেই দর্শককে এনেছেন সুদূর বিহার থেকে। ছেলেটা দারুণ নাচলো সালমানের "হুর হুর দাবাং দাবাং" গানের সাথে,যেন কপিল দেখিয়ে দিল সালমানের নাচ ওর চাইতেও ভালো পারে বিহারের এই খাট এবং কালো ছেলেটি! তারপর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে সালমানের যে নাচ, সেটাকে তুলনা করল খুজলির সাথে! আর প্যান্টের পিছের পকেটে হাত রেখে যে নাচটা, সেটাকে তুলনা করলো "কোন বাচ্চার পিছে ইনজেকশন দিয়েছে, আর তাই বাচ্চাটি এমন করছে" -বলে! কি, মজা পেলেন? এরপর ঐ "আগে থেকে সেট আপ" আরেক দর্শকের অনুরোধে আতিফের সাথে কপিলের গান গাওয়াও হয়ে গেলো। আমরা সাধারণ দর্শকেরা ভাবলাম, বাহ, কি দারুণ কমেডি করতে পারে ওরা!



সত্যিই, বলিউডের এমন কাঁদা ছুড়াছুড়ি দেখে আমার ভালো লাগে না। কিন্তু এত বড় ইন্ডাস্ট্রি, যেখানে একেকটা ছবি ৪০০ কোটি ৫০০ কোটি রুপী আয় করে, সেখানে তো প্রতিযোগিতা থাকবেই। আর প্রতিযোগিতা থাকলে কাঁদা মাখামাখিও থাকবে। আমরা নাহয় পপকর্ণ হাতে নিয়ে বসে বসে দেখব, আর হো হো করে হাসব!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: আপনার লেখার মাধ্যমে হুমায়ুন আহমেদ সম্পর্কে অনেক অজানা জিনিস জানতে পারছি।


পরের পর্বের অপেক্ষায় রইলাম।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: আমরা নাহয় পপকর্ণ হাতে নিয়ে বসে বসে দেখব, আর হো হো করে হাসব!

ভাল লিখেছেন।


বিঃদ্রঃ প্রথম মন্তব্যটা ভুল করে আপনার এখানে লেখা হয়ে গেছে। মন্তব্যটা আসলে ব্লগার রাজীব নুর ভাইয়ের নয়ন তোমারে পায়না দেখিতে, রয়েছ নয়নে নয়নে... (পর্ব - তিন) পোস্টে করতে চেয়েছিলাম।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩০

সুমন কর বলেছেন: খুব কমন ব্যাপার !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.