নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
একুশ মানে মাথা নত না করা। একুশ মানে মাতৃভাষার প্রতি ভালোবাসা। একুশ মানেই স্বাধীনতা, তুমি আমি এবং আমাদের বেঁচে থাকা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী সকল ভাষাশহীদদের চরণে পুষ্পার্ঘ নিবেদন করি। জীবন দিয়ে যে ভাষার সম্মান তাঁরা রেখে গেছেন, যেকোন কিছুর বিনিময়ে সেই ভাষার মর্যাদা আমরা অক্ষুন্ন রাখবো, মনে-প্রাণে বাংলার হয়ে কাজ করে যাব, একটি উন্নত, সমৃদ্ধশালী, সংস্কৃতিমনা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরাই গড়ব। বাংলা ভাষা অমর হোক। অমর হোক শহীদেরা।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৩
বাড্ডা ঢাকা বলেছেন: বাংলাদেশ আমরাই গড়ব। বাংলা ভাষা অমর হোক। অমর হোক শহীদেরা।
©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০১
শায়মা বলেছেন: বাংলাভাষাকে ভালোবাসি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা।