নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

বোকাসোকা মানুষেরা

০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:৪০

বোকাসোকা মানুষেরা বুঝে কম, কিন্তু এদের অনেকেই এমন ভাব ধরে থাকে, যেন তারা অনেক বুঝে। বোকারা কথা বেশি বলে। কোন কথা লুকিয়ে রাখতে পারে না, সব উগড়ে দেয়।

চালাক এবং ভন্ডরা বোকাদেরকে সাথে সাথে রাখে। এতে দুটি লাভ। প্রথমত, বন্ধুমহলে কিছু বোকা থাকলে তাদের বোকামির তুলনায় নিজেকে সেরা ভাবতে তাদের ভালো লাগে, বোকাদেরকে সহজেই বশ করে যা খুশি করিয়ে নেয়া যায়। দ্বিতীয়ত, বিপদ এলে বোকাদের ওপর দিয়েই চালিয়ে দেয়া যায়!

বোকারা সাধারণত সহজ-সরল হয়। তারা আপনাকে নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে বিরক্ত করবে ঠিকই, কিন্তু আপনার ক্ষতি করার চিন্তা তাদের মাথায় আসবে না। আসলে ক্ষতি কি করে করতে হয় কারো, এই বুদ্ধি তাদের মাথায় আসে না। কেউ যদি ছোটখাট চেষ্টা করেও, সহজেই ধরা পড়ে যায়। কিন্তু তাদের নির্বুদ্ধিতা-বোকামি অনেক সময় সাথের মানুষটির বিপদ ডেকে আনতে পারে। তাই, সাধু সাবধান।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:২০

অবনি মণি বলেছেন: আমিও বোকাসোকা মানুষ । কথা একটু না অনেক বেশীই বলি !

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৩৫

...নিপুণ কথন... বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.