নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
শেষ ৭ দেখায় ৭ বারই ব্ল্যাক ক্যাটদের কুপোকাত করেছে আমাদের টাইগাররা। জয়ের রেশিও- বাংলাদেশ ৭ : ০ নিউ জিল্যান্ড। তবে এবার নিজেদের মাটিতে বলে ওরা বাড়তি সুবিধা পাবে। তাছাড়া বিশ্বকাপে তো সবাই নিজেদের সেরাটাই দিতে চায়। সে হিসেবে ওরাই হয়তো ফেভারিটের তকমা নিয়ে খেলতে নামবে। আমি এটাও মেনে নিচ্ছি, সেই নিউ জিল্যান্ড এর চেয়ে এখনকার দলটি যথেষ্ট পরিপক্ক। তবুও, আমাদের জেতার মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে।
আমরা চাইলেই পারি। চাইলেই যেকোন দলকে হারানোর সামর্থ্য আমরা রাখি। অধিনায়ক যখন জীবন বাজি রেখে খেলতে নামে, যখন গোটা দেশ আমাদের সাথে থাকে, আমাদের তখন জয় ছাড়া অন্য কিছু ভাবাটা অন্যায়।
আমরা জিতব। নিউ জিল্যান্ডকে হারিয়েই কোয়ার্টারে উঠব। এবং, বিশ্বকাপটাও নেয়ার স্বপ্ন আমরা এখন থেকেই, অতি অবশ্যই দেখবো।
©somewhere in net ltd.