নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
বাংলাদেশ-ভারত ম্যাচের বিজয় জম্পেশভাবে উদযাপনের জন্য বাংলাদেশে অবস্থানরত কলিকাতার তিন দাদা চাংখারপুলের মিষ্টির দোকানে আসলেন ।
দোকানদার আর দাদাদের কথোপকথন ----
ক-দাদাঃ দাদা মিষ্টি কত ?
দোকানদারঃ দাদা ৩০০টাকা কেজি ।
ক-দাদাঃ এত্তো দাম দাদা ! আচ্ছা আমরা যেহেতু তিন জন তাহলে এক পিস মিষ্টিই দিন ,আরতিনটা চামচ দিবেন, তিনজনে একসাথে খেতে বেশমজা হবে ।
পেটভরে(!) মিষ্টি খাওয়া শেষেএবার ---
ক-দাদাঃ আচ্ছা দাদা জিলেপীর পিস কত ?
দোকানদারঃ কেজি ১৫০টাকা ।
ক-দাদাঃ আরে দাদা, কেজি না পিস , পিস কত ?
দোকানদারঃ বড়টা ১০ টাকা, ছোটটা ৫টাকা ।
ক-দাদাঃ আচ্ছা ওই যে তিন প্যাঁচের জিলেপীটা দিন, আহহ জিলেপীর রস ঝরেপড়ছে, কতদিন যে খাই না । তাড়াতাড়ি দিন দাদা.........
গলাপর্যন্ত(!) জিলাপী খাওয়া পর্ব শেষেএইবার বুন্দিয়া(কলকাতার ভাষায় বোঁদে)খাওয়ার ইচ্ছা দাদাদের ----
ক-দাদাঃ দাদা, আপনার দোকানের এত কিছুখেলুম, কি যে স্বাদ, আহহ..... ওই যে বোদে দেখছি দাদা, এইবার আমাদের বোদে খেতেই হবে ।আচ্ছা বোদে কত করে দাদা ?
দোকানদারঃ দাদা ,কেজি না পোয়া ?
ক-দাদাঃ একশগ্রাম কত ?
দোকানদারঃ একশগ্রাম ১৫ টাকা ।
ক-দাদাঃ না না দাদা এত্তো দাম কি করে হয়!! আচ্ছা দাদা আমাদের আট-আনার বোঁদে দিন।
দোকানদার(মেজাজ চরমে)ঃ দাদা, বোঁদে কি আপনার পোঁদে দিবেন ?
এইবার কলকাতার দাদারা একটু লজ্জা(!!) পেয়ে তাড়াতাড়ি তিনজনে পাঁচ টাকা করে মোট ১৫ টাকা দিয়ে মিষ্টির দোকান থেকে বেরহলেন ।
.........................
অতঃপর দাদারা বিজয় উদযাপন করতে বারে গিয়ে তিনজনেএক পেগমেরে পুরোদস্তুর মাতাল হয়ে রিক্সা ভাড়া বাচিয়ে ১০ মাইল পায়ে হেটে বাসায় ফিরেআরামের ঘুম ঘুমালেন ।
লিখেছেন: Mihir Roy
২| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪১
আমি ব্লগার হইছি! বলেছেন: উরি সব্বোনাশ ! বাআআরে গিয়ে ৩ জন মিলে পুরো এএএএক পেগ মেরে এসেচে ? ছালা বাংলায় এসে অভ্যাস ই খারাপ হয়ে গেচে! ওকানে থাকলে তো ২০ টাকার চুল্লু কিনে আর ২ টাকার ছোলাভাজা কিনে বেশ ভালোভাবে গলাটা ভেজানো যেত।
৩| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১:৪৫
আমি ব্লগার হইছি! বলেছেন: বাংলাদেশের কাছে খাওয়ার হাত থেকে বেচে গিয়েছে ধোলাই
এই আনন্দে ইন্ডিয়ান রা খাবে চোলাই।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪২
নিষ্কর্মা বলেছেন: যা হয়েচে না মাইরি। কে লিকেচে এটা? হেঁসে তো জান যাবার যোগাড়। তাও তো দাদারা খেয়ে এয়েচে, বাসায় গিয়ে তো আর খায় নি!