নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
মাঝে মাঝে লেখালেখি আর সৃজনশীল চিন্তাভাবনাকে বিলাসিতা মনে হয়। যখন মনের গহীনে সুপ্ত কথাগুলো হাতের কলমের কালিতে ঝরাই, আবার পরক্ষণেই সে হাতে ভাঙ্গতে হয় পাহাড়সম বাধা, শুধুমাত্র জীবিকার প্রয়োজনে! তখন মনে হয় কি হবে শুধু শুধু এইসব ছাইপাশ লিখে? এখন আর সেই দিন নাই। এখন আর নীতিকথা কেউ শোনেনা, দেশ চলে না সততায়। এখন চলে শুধু পেশিশক্তির জোর, মামা-কাকার লবিং আর ধান্দাবাজির দৌড়ে যে যত এগিয়ে, ভালো থাকবে সে-ই। এমন একটা সময়ে অনেকটা সময় নষ্ট করে অনেক ভেবে-চিন্তে অনেক মাথা খাটিয়ে সুন্দর করে লিখে দিস্তা দিস্তা কাগজ শেষ করে কিংবা ফেসবুক ভরিয়ে দিয়ে লাভ কি? এসব কেউ পড়েনা। এসব, এখন কিছু কিছু মানুষের জন্য বিলাসিতারই নামান্তর। এসব করে দু'বেলা দু'মুঠো ভাত জোটে না। তাই এসব কোন কাজের কাজ নয়।
২| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৪
কলমের কালি শেষ বলেছেন: লেখালেখি করুন সখের বসে । অবসরে লিখুন । তাহলে আর এইসব নিয়ে চিন্তা করতে হবে না ।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৬
অামি অামার কে বলেছেন: আরো লিখতে থাকুন ভাই, অামরা কিছু করতে না পারি সমালোচনা/আলোচনা করতে তো পারি। বাধা কোথায়??????