নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
১
ঘড়ির কাটা রাত একটা ছুঁই ছুঁই করছে।
পূর্ণিমার রাত। একদিনের বাসি গন্ধরাজ রঙ ঘন জ্যোৎস্না বাইরে। জানালায় উঁকি দেয় মধ্যরাতের মেধাবী চাঁদ। মেঘ মাঝে মাঝে চাঁদের শরীরে অধর ছোঁয়াচ্ছে। আবার সরে যাচ্ছে। খাটে ঘুমন্ত গৌরী। অগোছালো বেশবাস। পাশে ঘুমন্ত হরিদাসী- গৌরীর মা। অন্য পাশে অর্ধচৈতন্যে মৌরী- গৌরীর বড় বোন। খাট ঘেঁষে টেবিল। থরে থরে সাজানো রয়েছে ঔষধ। টেবিলের দু’পাশে দু’টো চেয়ার। একটাতে অমিত, অন্যটাতে সতু।
অমিত চেয়ারেই ঘুমুচ্ছে। সতু জেগে। গৌরীর দিকে সতর্কভাবে রাখা ওর দু’টো চোখ। মাথার উপর ফুর ফুর করে মাঝারি বেগে বৈদ্যুতিক পাখা ঘুরছে। সেই সাথে এক ঝাঁক ঝি ঝি পোকার ডাক ছাড়া আর কোনও শব্দ নেই কোথাও।
হঠাৎ করেই সতুর দৃষ্টি গৌরীর শরীরে বিঁধে যায়। ঘরের বাতি নেবানো। শুধু ডিম লাইটটা জ্বলছে। আবছা আলোয় দুমড়ানো মোচড়ানো বাসি ফুলের মতো বিছানায় পড়ে থাকা গৌরীকে দেখে ওর বুকের ভেতর হু হু করে হাওয়া বয়। ঝড় হয়। ঝড়ে কষ্টের পাতাগুলো ঝরে শীতশেষের পাতাশূণ্য গাছ করে তোলে। যেন সামনেই নতুন পাতার ঘ্রাণে আবিষ্ট বসন্তকাল। এভাবে ভাবতে ভাবতে একসময় উদাস হয়ে যায় সতুর দৃষ্টি।
গৌরী। নামের সাথে চেহারার অদ্ভুত মিল। চন্দনের মতো ঘ্রাণময়, কাঁচা হলুদ রঙ সুন্দরী এক চঞ্চল কিশোরী। নিটোল চিবুক, মাখনের মতো কোমল কপোল, লোভাতুর বাঁকা অধর। চোখে রাজ্যের সুখ, ময়ূরীর মতো চলার ছন্দ। যেন দুরন্ত দুপুর। এই ছিল সতুর প্রথম দেখা গৌরী।
এখন তার সামনে যে গৌরী সে শুধু একজন নারী। রূপসীও। যার যৌবনের সকালবেলার সেই ভেজা গন্ধ আর নেই। মুখে নেই সবুজ হাসি। সে এখন কষ্ট ক্ষোভে আর যন্ত্রণায় সমবেত অনুভূতি নিয়ে ধানী জমির ঐশ্বর্যে একজন পুরুষের শরীর মন আন্দোলিত করতে পারে কিন্তু বিমর্ষ-নিষ্প্রাণ-ভাবলেশহীন। যার চেহারায় কোন ভঙ্গি নেই, অভিব্যক্তি নেই। এর কারণ চিহ্নিত করতে যেয়ে সতু বিচলিত বোধ করলো। অস্থির হয়ে উঠল ওর শরীর-মন। জানালায় গিয়ে দাঁড়ালো। বিছানায় গিয়ে শু’ল, আবার উঠে হাঁটল, সিগ্রেট ধরালো, এভাবে কেটে গেলো কতগুলো অসহিষ্ণু মুহুর্ত।
একসময় সতু হাত ঘড়ি দেখে। একটা বেজে চল্লিশ। টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস জল ঢেলে ঢক ঢক করে গিলে নেয়।
ক্রমে ক্রমে মগজটা হালকা হয়ে আসে। আর এই সুযোগে ভাবনার ভেতরটা হাতড়ে বেড়াতে থাকে সতু।
// ........................... চলবে । প্রতিরাতে অল্প অল্প করে।
উপন্যাসঃ ভেঙে ভেঙে গড়া ভালোবাসা
লেখকঃ কবি বাবু ফরিদী ।
©somewhere in net ltd.