নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
টিএসসির ভেতরে মাঠে বসে আছি। আছে অনেক লোকজন। এর মধ্যে হঠাৎ কোত্থেকে একটা বেশ হৃষ্টপুষ্ট সাদা কুকুর এসে হাজির। এসেই মেয়েরা যেখানে বসে আছে, তার কাছাকাছি পিছেই গড়াগড়ি খেলো। মেয়েরা তো ভয়ে উঠে গেলো জায়গা ছেড়ে। বসা থেকে উঠে দাঁড়ালো। সাথে চিৎকার তো আছেই।
কিন্তু এই কুকুরবাবাজির হঠাৎ ডিগবাজির হেতু কি? লক্ষ্য করা গেলো, কোন এক শাখামৃগ কুকুরটির পিঠে দুটো বড় বড় স্টিকার সেঁটে দিয়েছে! এমনিতেই যে গরম, তারপর আবার সহজাতপ্রবৃত্তি হিসেবে কুকুরদের গায়ে কোন জামা-কাপড় রাখার ইতিহাস নেই। তো, এই নতুন অলংকার ওর অসহ্য লাগবে বৈ কি? বেশ ক'বার মেঝেতে গড়াগড়ি খাবার পর এবং উঠে আবার গা ঝারা দেবার পর দুটি স্টিকারের একটি খুলে মাটিতে পড়লো। অন্যটি আর খুললো না।
বেচারা কুকুর তো আর হাত দিয়ে ওটা খুলে ফেলতে পারে না। আবার মুখ খুলে প্রতিবাদও করতে পারে না। আদর পেতে মানুষের কাছে যায়, গিয়ে বুঝতে পারে সে মানুষ নয় অমানুষ! ওরাও তো প্রাণী। আমাদের মতো ওদেরও প্রাণ আছে, ভালোলাগা-মন্দলাগা আছে। এ কথা আমরা কেন ভুলে যাই?
২| ১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
আজকের বাকের ভাই বলেছেন: ভালো হয়েছে, তবে "কোন এক শাখামৃগ" বলতে কি বুঝিয়েছেন তা বুঝতে পারিনি।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৮
...নিপুণ কথন... বলেছেন: শাখামৃগ বলতে মানুষরূপী বাঁদরকে বুঝিয়েছি।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ মজা করে লিখেছেন।
৫| ১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১০
তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২০
বাড্ডা ঢাকা বলেছেন: ++