নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

ফ্রি, উপহার, স্টার স্ট্যাটাস এবং ভন্ডামি! তবুও সাথেই আছি

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২০

গ্রামীণফোন নাকি ৪জিবি ফ্রি ইন্টারনেট দিচ্ছে শুধুমাত্র ফেসবুক ব্যবহারের জন্য! শুনে আমার জ্ঞান হারানোর উপক্রম। কোন মতে নিজেকে সামলে নিয়ে *500*88# ডায়াল করে দুই-তিনবারের চেষ্টায় ৪জিবি পেলাম। এরপর এক ছোট ভাই জানালো, চাইলে নাকি যতবার খুশি ততবার নেয়া যায়! কেউ কেউ নাকি ১০০জিবি পর্যন্ত নিয়েছে?! বাউরে, আমিও নিলাম ১২জিবি। এরপর আর নেয়া গেলো না, আমাকে জানানো হলো, আমি নাকি এই অফারের যোগ্য নই! একজন "গোল্ড স্টার" গ্রাহক হয়েও আমি যোগ্য নই! সেটা কথা না। কথা হল, এক মাসে এই ১২জিবি ফুরাবো কিভাবে? এরপর অপেরা দিয়ে ফেসবুকে ঢুকে দেখি ফ্রি অ্যাকাউন্ট থেকে ভলিউম না কেটে কাটছে আসল অ্যাকাউন্ট থেকে! মানে কি? আজ ফার্মগেট কেয়ারে গিয়ে জানলাম, এই ফ্রি ফেসবুক নাকি শুধু ফেসবুকের অ্যাপ থেকেই ব্যবহার করা যাবে!

বাঙ্গালি নাকি সস্তা/ফ্রি পেলে আলকাতরাও খায়! আমিও তো বাঙ্গালি! পহেলা বৈশাখের আগের দিন প্রথম আলোতে বড় করে বিজ্ঞাপন ছাপা হলো, স্টারদের জন্য ৯৯৯টাকা রিচার্জে একটা ৩জি মডেম ফ্রি! আমি দু-তিনবার চোখ কচলে তাকালাম। ঠিক দেখছি তো? কাজের ফাঁকে সকাল ১১টার দিকে ফার্মগেট জিপি কেয়ারে গিয়ে মডেম চাইলাম। আমাকে জানানো হলো, মডেম নাকি শুরুর দিকে ঘন্টাখানেকের মাঝেই সব শেষ হয়ে গেছে! আমি অবাক হয়ে জানতে চাইলাম, মাত্র এই কয়টা মডেমের জন্য এত ঢাকঢোল পিটিয়ে এত বড় বিজ্ঞাপন দিয়ে ফ্রি দেয়া দেখানোর মানে কি? প্রতিনিধি অনেক পেঁচিয়ে পেঁচিয়ে কূটনৈতিকদের মতো কথা বলতে শুরু করলেন। থামিয়ে, জানতে চাইলাম, কবে পাব? তিনি আমার নাম্বার রেখে দিয়ে, বললেন মডেম আসলে আমাকে জানানো হবে। এরপর ৫দিন গেলো, ফোন বা মেসেজ এলো না। হটলাইনে ফোন দিয়ে জানতে চাইলে জানালো, এটা নাকি তাদের দেখার বিষয় নয়, তবু নাম্বার যেহেতু রেখেছে অপেক্ষা করেন! খুব ভালো কথা। ৬দিন পর আবার গেলাম। আপুটা দেখতে সুইট, বয়স ৩০ এর উপরে হবে। রাতে ঘুমান না বলেই হয়তো চোখের নিচে অনেক মোটা কালির দাগ। তিনি হয়তো ভেবেছিলেন আমি আর আসব না। কিন্তু আমি যে নাছোড়বান্দা! একবার কোনকিছুর পিছে লাগলে শেষ না দেখে ছাড়ি না। আপু জানালেন, এতদিনেও নাকি একটা মডেম আসেনি! আমি জানতে চাইলাম, তাহলে স্টার স্ট্যাটাস এবং নববর্ষের উপহার -এসবই কি ফাজলামো? আপু বললেন, আপনি কাল/পরশু আসলে আমি একটা রাখার ট্রাই করতে পারি, আর আপনি একটা কমপ্লেইন দিতে পারেন চাইলে। আমি বললাম, দুইদিন পর এসে না পেলে অবশ্যই দেবো।

এরপর আজ গিয়ে দেখি সেই আপু নেই! ছুটিতে আছেন। অন্য একজন এর সাথে কথা হলো। তার কাছে জানতে চাইলে তিনি প্রথমে মডেম নেই বলে জানালেও পরে আপুকে ফোন দিয়ে একটা মডেম বের করলেন। তবে আমাকে বাড়তি শর্ত দেয়া হলো- "যেহেতু আপনাকে ফ্রি মডেম ও ইন্টারনেট সিম দেয়া হচ্ছে, তাই আপনাকে একটা ইন্টারনেট প্যাকেজ নিতে হবে কমপক্ষে ৪০০টাকার"। আমি প্রতিবাদ করলাম, বললাম, "এমন তো কোন শর্তের কথা আপনাদের বিজ্ঞাপনে লেখা ছিল না! ফ্রি দেবেন বলে ডেকে এনে, তিনদিন ঘুরিয়ে এখন আবার কী শুরু করলেন?" এবার তিনি নরম স্বরে বললেন, "আচ্ছা স্যার, এটা আমাদের অনুরোধ যে..." আমি ব্রাঞ্চ ম্যানেজারের রুমে ঢুকলাম। তিনি বললেন, "ভাই, এই সিম নিয়ে সবাই ফেলে রাখে, কেউ টাকা ভরে না। তাই...আপনি ছোটমোট একটা প্যাকেজ চালু করলেই হবে। আমার কথা বলবেন।" আমি এবার সিম ও মডেমের জন্য সব কাগজপত্র পূরণ করে জমা দিলাম। আর ১১৭টাকার ২৫০এমবি প্যাকটা নিলাম। আর ৯৯৯টাকা স্টার সিমে তো রিচার্জ করলামই! এখন বিল যে পে করব, আমার কার্ড নাকি তাদের মেশিন রিড করতে পারেনা। অগত্যা পাশের বুথে গিয়ে টাকা এনে তবেই দিতে হলো। শেষে যা বুঝলাম, তাহলো, ফ্রি মানেই ফ্রি নয়। আসলে সবই ব্যবসা, সম্পর্কের কথা উপহার -সবই ভন্ডামি। আমাদের আর উপায়ও তো নেই। এদের চেয়ে ভালো নেটওয়ার্ক সার্ভিসও আর কারো থেকে পাইনা। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বারবার কল ড্রপসহ নানা সমস্যার কথা বারবার জানিয়েও ফল হয়নি। তবুও, তাই এতকিছুর পরেও ১০ বছরের বেশি সময় ধরে গ্রামিণফোনের সাথেই আছি! ধন্যবাদ গ্রামীণফোন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৯

কালের সময় বলেছেন: সত্যই বড় কষ্টকর ব্যপার । ভালো শেয়ার ।

২| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩২

সুমন কর বলেছেন: গ্রামীণের ফাঁদে কেউ পা, দেয় নাকি !!!

অামিও প্রায় ১১ বছর ধরে তাদের সাথে অাছি, শুধু নেটওয়ার্ক এবং নম্বরটির জন্য। কিন্তু ফাঁদে পা দেই না।

৩| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪০

শতদ্রু একটি নদী... বলেছেন: তাও ভালো, ধন্যবাদ দিতে ভুলেননাই। আপনি অমায়িক লোক। :)

৪| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ২:২৪

হাসিবুল হাসান শান্ত বলেছেন: গ্রামিনফোন ভালো কিন্তু মাঝে মাঝে একটু ভন্ডামি করে ৷৷৷

৫| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৬

লিংকন১১৫ বলেছেন: আপনার পোস্টটি তাদের পেজ এ শেয়ার করার পর তারা আমাকে ইহা বলিয়াছে :(

Grameenphone হ্যালো Abraham Lingkon! 20th April, 2015 থেকে পরবর্তী instruction দেয়া পর্যন্ত, সকল prepaid SIM user ‘Free Facebook’ offer টি enjoy করতে পারবেন। Offer ti avail করার জন্য kindly *5010# dial করুন। 30 days validity সহ, এই package এর মাঝে, আপনি maximum 4 GB data enjoy করতে পারবেন। Offer টি চলাকালীন, Smartphone এর মাধ্যমে, এই free Data দিয়ে, Facebook messenger এবং Comoyo messenger application গুলো use করা যাবে।

30 days validity period এর মাঝে 4 GB Data use করার পর, extra 10 KB use করলে, BDT 0.01 রেট এ charge applicable হবে।

আপনি যদি কোন 3G package enjoy করা অবস্থায়, এই offer টি avail করেন, তাহলে আপনার existing package এর সাথে এই free facebook offer টি enjoy করতে পারবেন।

তবে আমাদের Smart plan এবং Heavy Usage Data user গন এই অফার এর আওতার বাইরে থাকবেন।

আরও জানিয়ে রাখছি, আপনি যদি এই Free offer cholakalin অন্য কোন 3G অথবা 2G package activate করেন তাহলে এই অফারটি নতুন activate করা প্যাকেজ এ convert হয়ে যাবে এবং Free Facebook offer টি enjoy করার জন্য আবারো আপনাকে অফার টি চালু করতে হবে।

অফারটির remaining free Facebook volume check করার জন্য *566*1# কোড এবং Internet volume check করার জন্য *567# কোড টি ডায়াল করতে অনুরোধ করছি।

এরপরেও যদি কোন query/সমস্যা থেকে থাকে তাহলে kindly আপনার concern নাম্বারটি সহ আমাদের অনলাইন গ্রাহক সেবা (Click This Link) এর সাথে রেজিস্টার গ্রাহক হিসেবে যোগাযোগ করে বিস্তারিত জানাতে পারেন (From 07:00 AM to 12:00 AM)। তাহলে আশা করছি এই বিষয়ে আপনাকে সঠিক ফীডব্যাক দেয়া সম্ভব হবে।

ধন্যবাদ,
*আব্দুল্লা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.