নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

যারা একা, থাকে একা একা

২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫১

অসম্ভব কর্মব্যস্ত একটি সপ্তাহের শেষে, ছুটির দিনটি খুব আকাংখিত। এই একটিমাত্র দিনের জন্য সারাটা সপ্তাহ ধরে অপেক্ষা, কত কত প্ল্যান করে রাখা, কিভাবে কি করবো, সেগুলো নিয়ে ভাবা! আপনজন, বন্ধুবান্ধব এর সাথে কোথাও ঘুরতে যাওয়া, একসাথে হলে গিয়ে ছবি দেখা, আড্ডা দেয়া, অথবা একসাথে প্রিয় দলের খেলা দেখতে যাওয়া। যার-যার মতো করে দিনটা কাটাই আমরা, আর তার আগে সকালে আজ ঘুমটা ভালোভাবে পূর্ণ করেই তবে উঠি। ছুটির দিনও মানেই তাই মজার এবং আনন্দের দিন।



কিন্তু, আপনি কি জানেন, এই ছুটির দিনটাও কিছু কিছু মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়? আপনার জন্য হয়তো নয়, কিন্তু সেই বা সেইসব মানুষের জন্য, যারা নিজের জীবনে খুব একা। ছুটির দিনে একসাথে ঘুরতে বের হবার, নরম সবুজ ঘাসের ওপর বসে দুজনে এক ঠোঙ্গা বাদাম চিবুনোর, হাতে হাত রেখে মনের কথা বলার মানুষটাও অনেকের নেই। এর মানে এই দাঁড়ায় না যে তিনি অসামাজিক। হয়তো তাঁর পরিবারের কেউ কাছে নেই, আবার হয়তো একা থাকতে এবং নিজেকে একা রাখতেই পছন্দ অনেকের! হ্যাঁ, এমন মানুষও আছেন, যারা সাধ করে একা থাকে। এদের ব্যাপারটা আলাদা। কিন্তু, যে লোকটি পরিস্থিতির শিকার হয়ে একা থাকেন, নিজের জন্মদিনেও যার আশেপাশে কেক কাটার মতো বা মিষ্টি হেসে হাত মিলিয়ে বা জড়িয়ে ধরে "শুভ জন্মদিন" বলার কেউ নেই, তাঁর জন্য ভাবার সময় আমাদের কোথায়? আমরা তো ব্যস্ত যার যার প্রাণের মানুষ, মনের মানুষ, বন্ধুবান্ধব নিয়ে হইহুল্লোড় করে বেড়ানোয়। আমরা তো ব্যস্ত কিভাবে অন্যের ক্ষতি করে ওপরে ওঠা যায়, সেই চিন্তা করতে।



আপনি আপনার কাছের মানুষটিকে নিয়ে ঘুরে বেড়ান, তাতে আমি বাঁধা দিচ্ছি না। বাঁধা দেবার আমি কেউ নই। আমি শুধু বলতে চাই, আপনার আশেপাশেই হয়তো এমন কেউ আছেন, যে ব্যক্তিজীবনে খুব একা। একা একা ঘুরে বেড়ান, আনমনে থাকেন, একা একাই দোকানে গিয়ে চা খান, আবার চা পান শেষে একাই ফিরে আসেন। সারাক্ষণ কাজের মাঝে নিজেকে ব্যস্ত রেখে একাকিত্ব ঘুচানোর চেষ্টা করেন। যার গল্প শোনার মতো কেউ নেই। আপনি একটি দিন সময় করে তাঁর সাথে কথা বলুন, একটু হেসে কুশলাদি জিজ্ঞেস করুন। তাঁর ভালো লাগবে। দেখবেন, ভালো লাগবে আপনারও। এই পৃথিবীতে সবাই সমান বন্ধুভাগ্য নিয়ে জন্মায় না, সবাই মানুষের সাথে সমানভাবে মিশতে পারে না, সবার প্রিয়জন কাছে থাকে না। আপনিই নাহয় একদিনের জন্য অথবা কিছুক্ষণের জন্য নিজ থেকে এগিয়ে গিয়েই তাঁর প্রিয়জন হলেন, হলেন কথা বলার সঙ্গী!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.