নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

কাঁদছে নেপাল, আসুন ওদের পাশে দাঁড়াই

২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২২

এমন সুন্দর সাজানো গোছানো একটা দেশকে একটা ভূমিকম্প এসে কিভাবে নিমিষেই লন্ডভন্ড করে দিয়ে গেলো! পাহাড়ে ঘেরা এত দারুণ অতিথিপরায়ণ একটা দেশ, এত সাদামাটা মানুষেরা, আজ কত বড় বিপদের সম্মুখীন। ভাবতেই খারাপ লাগছে। কষ্ট হচ্ছে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র নেপালের জন্য। হতাহতের সংখ্যা এখনো পর্যন্ত হাজারের কাছাকাছি বলে জানা গেছে, ধ্বংসস্তূপগুলো থেকে উদ্ধারকাজ শেষ হলে এই সংখ্যা কততে গিয়ে পৌঁছাবে কে জানে? হায়, প্রকৃতির কাছে আমরা কতটা অসহায়! স্রষ্টা, আমাদের বন্ধুদের সহায় হও!

ভয়াবহ ভুমিকম্পে বিপর্যস্ত আমাদের বন্ধুরাষ্ট্র নেপালের সকল বন্ধুদের জন্য শুভকামনা জানাই, করি করজোড়ে প্রার্থনা। নিহতদের আত্মার শান্তি কামনা করি। শোকসন্তপ্ত পরিবারকে জানাই সমবেদনা। আর দেরী না করে, এখনই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেপালের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়ানোর আহবান জানাই এবং এটাই বন্ধু হিসেবে আমাদের কর্তব্য।

আমি শুধু ভাবছি, আজ ভুমিকম্পের উৎপত্তিস্থল তো বাংলাদেশ বা এর খুব কাছেও হতে পারতো! ৭৩৩কিমি দূরের ভুমিকম্পই এতটা জোড়ালোভাবে টের পাওয়া গেছে, আর এটা যদি... আমি আর ভাবতে পারছি না। সে দিন যেন না আসে। তবে আমাদের সাবধান থাকা জরুরি, পূর্বসতর্কতা নেয়া জরুরি। স্রষ্টা আমাদের সকলের সহায় হোন। কাছের মানুষদেরকে কাছে নিয়ে আমরা সবাই যেন ভালো থাকি।

As a friend of Nepal, we the people of Bangladesh are in deep shock on the recent devastating earthquake incident. We pray for the departed souls and convey our heartiest condolance to their families.May God help us all.

#We_pray_for_Nepal

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৬

...নিপুণ কথন... বলেছেন: Click This Link

২| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৩

সুশান্ত হাসান বলেছেন: সহমত

৩| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৫

জাহাঙ্গীর.আলম বলেছেন:
আর দেরী না করে, এখনই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেপালের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়ানোর আহবান জানাই এবং এটাই বন্ধু হিসেবে আমাদের কর্তব্য- জোর দাবী ৷

৪| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
প্রকৃতির কাছে আমরা কতটা অসহায়! স্রষ্টা,
আমাদের বন্ধুদের সহায় হও!


ধন্যবাদ আপনাকে।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: বাংলাদেশ সরকার নেপালের পাশে আছে বলে ঘোষণা দিয়েছে। আমি ভাবছি, এটা ঢাকায় হলে কি হোতো ভাবতে পারেন?

কোটি কোটি মৃত্যুর সম্ভাবনা নিয়ে চিন্তা করার জন্যেও আমরা প্রস্তুত নই।

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০৮

...নিপুণ কথন... বলেছেন: ভাবতে চাইনা।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাংলাদেশ সরকার হয়তো আগামীকাল একটা বহরকে নেপাল পাঠাবে ---যাইহোক প্রতিবেশী হিসেব পাশে দাঁড়ানো অবশ্যই উচিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.