নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

"চিন্তা করো না ভাই, সব ঠিক হয়ে যাবে।"

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০৬

নেপালের ভুমিকম্পের ঘটনার পর থেকেই মনটা খারাপ। কোথাও যেতে ইচ্ছে করে না, কিচ্ছু করতে ইচ্ছে করে না। শুধু মনে হয়, কি হবে করে? মুহূর্তেই তো সাজানো ঘর, সাজানো স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়। কিসের জন্য করব, যদি বেঁচেই না থাকি?

আজ দুপুরে ক্যাম্পাসেই ছিলাম। একদল শিক্ষার্থী কাছে এলো, ওদের সবার কাঁধে অ্যাপ্রন ঝুলানো। বুঝতে পারলাম, এঁরা মেডিক্যালের ছাত্র, ক্লাস বাং দিয়ে এসেছে। ওদের একজনের হাতে একটা কাগজের বাক্স, তাতে লেখা- "নেপালের ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য সাহায্য চাই'। কথা বলে জানতে পারলাম, ওরা ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ছাত্র। এসেই বললো, "দাদা, নেপালের ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য সাহায্য চাইতে এসেছি। কিছু দেবেন?"

সত্যি বলতে কি, এইতো গত পরশুই আমি বাংলাদেশ সরকার এবং সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেছি, নেপাল আমাদের বন্ধুরাষ্ট্র, আমাদের উচিৎ ওদের এই বিপদের সময়ে ওদের পাশে দাঁড়ানো। এই মুহূর্তে এই ছাত্রদের উদ্যোগ আমাকে অভিভূত করলো, করলো আনন্দিত। তবু, বাংলাদেশে এমন অনেকেই সাহায্য চাওয়ার কথা বলে টাকা নেয়, কিন্তু টাকাটা আসলে কতটা আসল জায়গায় পৌঁছায়, সেটা নিয়ে অনেকসময় সন্দেহ থেকে যায়। আমি জানতে চাইলাম, "সাহায্যটা নেপালীদের কাছে পৌঁছে দেবে কি করে?" বাক্স-হাতে ছেলেটা কিছুক্ষণ চুপ থেকে তারপর জানালো, "নেপালী অ্যাম্বেসির মাধ্যমে পাঠাব।"

এবার আমি নিশ্চিত হলাম যে টাকাটা সঠিক জায়গাতেই যাচ্ছে। ছেলেগুলোর চেহাড়াতেও কেমন একটা সততার ছবি ফুটে উঠেছে। আমি সাধ্যমত অল্প কিছু টাকা বাক্সে দিলাম। ছেলেটা বিনয়ের সাথে ধন্যবাদ জানালো। আরেকটু ভালো করে লক্ষ্য করে আমি নিশ্চিত হলাম, ছেলেগুলো নিজেরাই নেপালী, এখানে পড়তে এসেছে। অথচ কথা বলার সময় শুধু 'স' এর উচ্চারণ 'ছ' ছাড়া বাঙালি আর ওদের উচ্চারণে আর কোন পার্থক্য খুঁজে পাওয়া গেলো না! এমনই সুন্দর ওদের বাংলা উচ্চারণ। আমি মুগ্ধ হয়ে গেলাম। সেই থেকে ওদের জন্য খারাপ লাগছে। ওদের আত্মীয়-স্বজনেরা কে কোন অবস্থায় আছে কে জানে? হয়তো চাইলেও দেশে ফিরে যেতে পারছে না এখন ক্লাস ফেলে। ততক্ষণে ওরা অনেক দূরে চলে গেছে, আর ডাকতে ইচ্ছা হলো না। নাহলে, কাছে ডেকে বুকে জড়িয়ে বলতাম, "চিন্তা করো না ভাই, সব ঠিক হয়ে যাবে।"

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি নিজেও অনেক মর্মাহত আর সমব্যথী।
আপনার পোস্টের জন্য ধন্যবাদ জানাই ভ্রাতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.