নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
নেপালে এত বড় একটা প্রাকৃতিক দূর্যোগ ঘটে গেলো, এত মানুষ মারা গেলো, এখনো জানা গেলো না মৃতের আসল সংখ্যা, এত সুন্দর একটা শহর লণ্ডভণ্ড হয়ে গেলো, মানুষগুলি খাদ্যের অভাবে সুপেয় পানির অভাবে এভাবে কষ্ট পাচ্ছে, আর সেখানে...
সেখানে খ্রিষ্টান মিশিনারিরা খাবার না পাঠিয়ে পাঠান বাইবেল! খেয়ে বাঁচলেই না বই পড়বে মানুষ! আজ আবার পাকিস্তানিরা খাবার পাঠালো, তো পাঠালো এমন খাবার, যা ওরা খায় না, যা ওরা ধর্মীয়ভাবে অখাদ্য বলে বিবেচনা করে! ওরা পাঠিয়েছে "বিফ মাসালা" যা বিফের একটা ডিশ। এটা কি একটা তামশা হচ্ছে ভাই? মশকরা পেয়েছেন আপনারা? যে গরু খায় না, তাকে কেন জোর করে গরু খাওয়াতেই হবে? যে শুকর খায় না, তাকে কেন জোর করে শুকর খাওয়াবেন? যার যার ইচ্ছা আর রুচি নিয়ে তাকে থাকতে দিন না! যে সেচ্ছায় খেতে চায়, তাকে খাওয়ান। যে চায়না তাকে তার পছন্দের খাবার খাওয়ান। আর বন্ধুরাষ্ট্রের জন্য ত্রাণ পাঠালে এমন কিছু পাঠান, যা ওরা রুচি নিয়ে খেয়ে বাঁচতে পারে। নাহলে কিছুই পাঠানোর দরকার নাই, শুধু যার যার ধর্মমতে ওদের জন্য একটু প্রার্থনা করেন, তাতেই হবে।
সত্যি, পাকিস্তানিরা মানুষ না, মানুষেরা এমন নির্মম রসিকতা করতে পারে না।
©somewhere in net ltd.