নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
রমিজ রাজা আর নবোজিৎ সিধুকে দেখে আমার হাসি পায়। এই নতুন বাংলাদেশকে দেখে, টাইগারদের কাছে এমনভাবে হেরে তাঁদের কি একটুও লজ্জা হয়না? অজান্তেই উলটাপালটা মন্তব্যের জন্য নিজের জিভে কামড় বসিয়ে দেন না তাঁরা? আচ্ছা, এখনো কি করে এই মুখ আমাদেরকে দেখান?
টুইটারে রমিজ রাজার একটি আইডি থেকে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার খেলাকে ম্যাচ ফিক্সিং বলে অভিযোগ করে টুইটগুলো আদৌ রমিজের কিনা, এ নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে @ramizraja92 আইডি থেকে করা টুইটগুলো নিচে ছবি আকারে দেয়া হলো। এই আইডিতে পাকিস্তানের শুধু খেলা নিয়ে নয়, বরং রাজনীতি নিয়েও টুইট দেখা যায়। নওয়াজ শরীফের মুখ আর নরেন্দ্র মোদির মুখ এক করে বিকৃত একটা ছবিও আছে। এসব দেখে বোঝা যায়, এটা রমিজের আসল অ্যাকাউন্ট না হলেও রমিজের বাংলাদেশ সম্পর্কিত মনোভাবই তুলে ধরে। হয়তো রমিজের কোন ফ্যান এটা চালায়। এটাতেই ফলোয়ার সবচেয়ে বেশি ৫২.৩ হাজার।
রমিজের বাকি দুটি অ্যাকাউন্টে বাংলাদেশবিরোধী টুইট চোখে পড়েনি। একটা আইডি আছে @SirRamizRaja। এতে ফলোয়ার ৪২ হাজারের মতো। এটা রমিজের আসল আইডি নাও হতে পারে। কারণ, ভদ্রলোক কেউ নিজেই নিজের নামের আগে স্যার লাগায় না বলেই জানি।
আরেকটা আইডি আছে রমিজের, যেটায় লেখা @RealRamizRaja। এটাও মনে হয় আসল নয়, কারণ সাধারণত নিজের আইডিতে কারো "রিয়েল"-ও লাগাতে হয়না। ফেইক থাকলে সেটার বিরুদ্ধে রিপোর্ট করলেই তো হয়।
সুতরাং, আমার মনে হয় প্রথমটাই রমিজের হতে পারে। আবার কোনটাই নাও হতে পারে। যাই হোক, বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে বিদ্রুপ ও কটুক্তি কিন্তু থেমে নেই। এগুলো বরদাশত করা হবে না।
বিস্তারিতঃ Click This Link
©somewhere in net ltd.