নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
আগামীকাল শুরু হবে ঢাকা টেস্ট। প্রথম একাদশে তাইজুলের স্থলে সৌম্য নাকি নাসিরকে নেয়া হবে এই সিদ্ধান্ত নাকি ভাবাচ্ছে ম্যানেজমেন্টকে। ম্যানেজমেন্ট যাকে বেশি যোগ্য মনে করবে এবং জয়ের জন্য যাকে প্রয়োজন মনে করবে তাঁকেই দলে নেবে। আমরা শুধু জয় চাই। আর কিছু চাই না।
তবে আমাকে যদি বাছাইয়ের দায়িত্বটা দেয়া হতো, তবে আমি অবশ্যই সৌম্যকে বেছে নিতাম। কারণ, সৌম্য ওয়ানডেতে দারুণ ফর্মে আছে। টেস্টেও আরও ভালো করা ওর জন্য অসম্ভব কিছু নয়। গত টেস্টে সেরা একাদশে সৌম্যকে না দেখে অনেকেই অবাক হয়েছেন। অপরদিকে, নাসিরকে বলা হতো ফিনিশার। ব্যাটিং এর দুর্দিনে ব্যাট হাতে খেলা ফিনিশ করে ফেরার সুনাম আছে তার। কিন্তু এ বছর একটিও টেস্ট খেলা হয়নি তার। ওয়ানডেতে ভালো বোলিং আর ফিল্ডিং দিয়েছেন। কিন্তু এই টেস্টে যথেষ্ট বোলার আছে। এখন দরকার বাংলাদেশের ৪০০ আপ ইনিংস, দরকার ইনফর্ম ব্যাটসম্যান। সেই হিসেবে আমার মনে হয়, সৌম্য সরকার কে কাল সেরা একাদশে খেলতে নামানো দরকার।
২০০৬ সালের পর টেস্টে একটা সিরিজও হারেনি দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রাম টেস্টে কাছাকাছি গিয়েও বৃষ্টির জন্য হারানো হলো না। আমরা গোটা জাতি এবার টেস্ট জায়ান্টকে হারানোর উল্লাসে মেতে উঠতে চাই। জয় আমাদের হবেই। জয় বাংলা।
©somewhere in net ltd.