নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

ব্রাউজারের বিরক্তিকর বিজ্ঞাপন থেকে মুক্তি পাবেন যেভাবে

৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৬

ব্রাউজারে বিরক্তিকর বিজ্ঞাপন? আর জ্বালাতে পারবেনা আপনাকে।

আমার ল্যাপটপের ফায়ারফক্সে কিছুদিন ধরেই Wander Burst Adds জ্বালাচ্ছিলো খুব। ফেসবুক বাদে আর যেই সাইটেই যেতাম, এই বিজ্ঞাপনের জ্বালায় অতিষ্ঠ হয়ে যেতাম। কিন্তু এমনটা তো হওয়ার কথা না! কারণ, আমার সব ব্রাউজারেই Add Block Plus (ABP) ইন্সটল করা থাকে। অবাক হলাম, এটা ইন্সটলড থাকার পরেও এই বিজ্ঞাপন আমাকে দেখতে হচ্ছিল বলে। আসলে এটা একটা ভাইরাস। একটু আগে এই সমস্যার সমাধান পেলাম (বলতে পারেন আবিষ্কার করলাম!)। এরপর ভাবলাম, সবার সাথে ব্যাপারটা শেয়ার করি। হয়তো আপনাকেও জ্বালাচ্ছে বিরক্তিকর বিজ্ঞাপন!

ব্রাউজারে বিরক্তিকর বিজ্ঞাপন সহ্য করা খুব কষ্টের কাজ। আপনি হয়তো কোন উপায় না জেনে এতদিন কষ্ট করে হজম করে এসেছেন। কিন্তু আজ আপনাকে জানাবো কী করে এর থেকে মুক্তি পাওয়া যায়। এজন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, ফায়ারফক্সের একদম উপরে "ক্রস" চিহ্নের নিচে সেটিংসে যান। তারপর Add-ons এ গিয়ে Search Add-ons এর খালি জায়গায় Add Block Plus লিখে সার্চ দিন। ABP ইন্সটল করুন। এরপর ব্রাউজার restart দিলে আর বিজ্ঞাপনের ঝামেলায় পড়তে হবে না। ডাটা খরচও কম হবে।

আর যারা আমার মতো Wander Burst Adds ভাইরাসের কবলে পড়েছেন, তাদের এই ABP তে কাজ হবে না। এজন্য নিজের কম্পিউটারে এইভাবে যানঃ Open Control Panel > Programs and Features > Uninstall or change a program এ গিয়ে Wander Burst লেখার ওপর ডাবল ক্লিক করে uninstall করুন। এভাবেই অপয়োজনীয় আরও অনেক প্রোগ্রামও uninstall করে দিয়ে কম্পিউটারের RAM খালি করে দিয়ে কম্পিউটারের কর্মদক্ষতা বাড়াতে পারেন।

সবার ইন্টারনেট ব্রাউজিং আনন্দময় ও শিক্ষণীয় হোক

-দেব দুলাল গুহ (দেবু ফরিদী)।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৯

হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট।

২| ৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


ভালো

৩| ৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৪

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

৪| ৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২২

দিশেহারা আমি বলেছেন: ধন্যবাদ।
খুব কাজের একটা জিনিস শেয়ার করলেন ভাই।
কয়েকদিন ধরে Adds এর জ্বালায় অস্থির ছিলাম । একবার ক্লিক করলে ১০/১২ Adds পেইজ আসে। কাটতে কাটতে জান শেষ।খুব ভালো একটা সমাধান দিলেন।
আবারো ধন্যবাদ।

৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৩

...নিপুণ কথন... বলেছেন: দিশে পেয়েছেন জেনে ভালো লাগলো।

৫| ৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

তািমম বলেছেন: amer problem ta apner 2 nd problem er moto....ami add blocker install korce.....ami google crome use kori.....oi khane aage extnsion a add gula add hoto...ekhon tao nai.....amio ki paner moto add remove gea oproyojoneo software remove korbo???

৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

...নিপুণ কথন... বলেছেন: অবশ্যই করতে পারেন।

৬| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৭

িমজান১২৩ বলেছেন: Thanks,kesudin jabot vugsilam....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.