নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
অবিশ্বাস্য অঘটন ঘটিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। অ্যাশেজে আজ তারা মাত্র ১১১ বলে (১৮.৩ ওভার) সর্বসাকুল্যে মাত্র ৬০ রানে অলআউট হয়েছে! ৯টি উইকেট পড়েছিল ১৩ তম ওভারেই! এই ঘটনা অস্ট্রেলিয়ার জন্য এমনই এক লজ্জা বয়ে এনেছে, যা গত ১১৯ বছরের ইতিহাসে এই প্রথম! ১৯ বলে ৫ উইকেট তুলে নিয়েছেন ব্রড, শেষে ১৫ রান দিয়ে পেয়েছেন ৮ উইকেট, টেস্টে! ভাবা যায়?
এই অস্ট্রেলিয়া নাকি কিছুদিন পরেই আমাদের সাথে খেলতে আসছে। কেউ কেউ দেখলাম অতি উৎসাহী হয়ে অস্ট্রেলিয়ার টেস্ট স্ট্যাটাস কেড়ে নেয়ার কথাও বলছেন! এটা অনেকটাই বেশি হয়ে গেলো না কি?
আমি ভাবছি ভিন্ন কথা। ক্রিকেট র্যাংকিং এ টর্নেডো বয়ে যাচ্ছে এই বছরটায়। "ভালো"রা খারাপ খেলছে, আর এতদিন যারা ভালো করতে পারেনি, তারা তাক লাগিয়ে দিচ্ছে! এই সুযোগে বাংলাদেশ এই খেলাটা ধরে রেখে অনেকদূর যাবে। প্রকৃতিও (বৃষ্টি) আমাদের সাথে থেকে সেই ইঙ্গিতই দিচ্ছে।
২| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২৯
সাদা মনের মানুষ বলেছেন: বাংলাদেশ উপরে উঠুক আর ওরা নিচে নামুক
৩| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩১
সাদা মনের মানুষ বলেছেন: এবার নিশ্চিৎ ভাবেই বলা যায়, এ্যশেজ শিরিজ ইংল্যান্ডের
৪| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩১
তুষার কাব্য বলেছেন: খুব খারাপ সময় যাচ্ছে অস্ট্রেলিয়ার
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২৮
সাদা মনের মানুষ বলেছেন: হাচা নাকি, শুনে বেশ ভালো লাগতাছে