নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

বাঘটির প্রাণ নেই। তবুও একজনের প্রাণ নিলো.

২২ শে আগস্ট, ২০১৫ রাত ২:৩৪

প্রাণহীন একটি "বাঘ"। দেখে বাঘ না, বনবিড়ালই মনে হতো প্রতিবার। এমন লম্বা আর বিশ্রী বাঘ হয় কিনা আদৌ, সেটাও দেখার দরকার ছিলো বানানোর আগে। যেনতেনভাবে একটা বাঘ বানিয়ে বসিয়ে রাখা হয়েছিলো বিশ্বকাপ উপলক্ষ্যে। বাংলাদেশে কি এর চেয়ে সুন্দর ভাস্কর্য কেউ বানাতে পারেন না? ঢাবির চারুকলা অনুষদ কি নেই? এতো গেলো সৌন্দর্যের কথা।

এবার আসি, "যেনতেনভাবে" বলেছি কেনো? আজ ভোররাতে এই বাঘটির পাশেই নিজের ভ্যানটি রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন এক ভ্যানচালক। জায়গাটা ঘুমানোর জায়গা নয়, মানছি, তবুও। তিনি নিশ্চয়ই বাধ্য হয়েই ওখানে শুয়েছিলেন। কিন্তু বাঘটির প্রাণ না থাকলে কি হবে, ওর খিদে না পেলে কি হবে, বাঘটি ঠিকই প্রাণ নিল ঐ ভ্যানচালকের। ঘুমের মাঝেই বাঘটি কাত হয়ে এসে তার গায়ের ওপর পড়ে যায়। এই রাস্তা দিয়ে, বাঘের পাশ দিয়ে আমি নিজেও হেঁটে গিয়ে প্রজাপতি গুহা দিয়ে রাস্তা পার হয়ে অফিসে যাই। দিনের বেলায় এই ঘটনা ঘটলে ভিড়ের মাঝে কতজন মারা যেত তার কি ঠিক আছে? আহারে, কত রকমভাবেই না মানুষ মরে এই অভাগা দেশে!

এখনই গিয়ে বাঘটি দেখে আসুন। অবাক হবেন, এত বড় একটা বাঘ বানিয়েছে, সেটাকে ভূমির সাথে আটকে রাখার জন্য কোন রড নেই! ছবি দেখে চোখে পড়লো না। রডের বন্ধন না থাকলে তো সামান্য কাঁপুনিতে বা বৃষ্টির পানিতে তলা পিচ্ছিল আর নরম হয়ে পড়ে যেতেই পারে! কে নেবে এই দায়? রানা প্লাজায় এত মানুষ মরলো, তার দায়ই বা কে নিলো? কারই বা বিচার হলো? আর এখানে তো "সামান্য" এক ভ্যানচালক।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:২১

গেম চেঞ্জার বলেছেন: কি কইতাম .. তয় আমি এ বিষয়ে দুপুরে লিখেছিলাম ঢাকাই বাঘে গরিবের প্রাণ নিল । ওর পরিবার কি পাবে ক্ষতিপূরণ?

২| ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:২২

মায়াবী রূপকথা বলেছেন: খুব দুখের কথা। বানানোতে দুর্বলতা ছিল মনে হয়

৩| ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:২৬

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: গরীবকে জীবিত মানুষের খাওয়া দেখে মরা বাঘেরও সাহস সৃষ্টি হলো খেয়ে ফেলার,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.