|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ...নিপুণ কথন...
...নিপুণ কথন...
	সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
সেদিন রাত ১টায় হঠাৎ অপরিচিত একটা নাম্বার থেকে ফোন এলো। আমাকে সাধারণত এত রাতে কেউ ফোন করে না। ক্ষণিকের মোহ নিয়ে কোন কোন মেয়ে ফোন করেও খুব একটা সুবিধে করতে পারেনি এই অবধি। ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলা, বিশেষ করে রাত জেগে -আমার ধাঁচে নেই। কিন্তু এ যে ছেলেকন্ঠ! এত রাতে কে? আমাকে অবাক করে দিয়ে, ওপাশ থেকে গাঢ় কণ্ঠে কেউ একজন বললেন, "দেব দুলাল গুহ বলছেন? আমি মোশাররফ করিম"। 
ঘটনার আকস্মিকতায়, নিজের কাছেই খারাপ লাগলো। আমার একজন প্রিয় অভিনেতার নাম্বারটাই আমার কাছে নেই? মনে পড়লো, এই নতুন মোবাইলে নাম্বারটা তোলা হয়নি। পুরাতনটায় আছে। এই রাত পর্যন্ত শ্যুটিং করে বাসায় ফিরতে ফিরতে ফোন দিয়েছেন। হ্যাঁ, তার কিছুক্ষণ আগেই তো ফেসবুকে কথা আদান-প্রদান হচ্ছিলো। আর, অভিনয়ের জন্য তাঁর ত্যাগ এবং আত্মনিবেদনের কথা কে না জানে? তারপর দীর্ঘক্ষণ আলাপ হলো মোশাররফ ভাইয়ের সাথে। আলাপ হলো তাঁর সাম্প্রতিক কাজ নিয়ে, প্রথম আলোর আনন্দ-বিনোদন নিয়েও অনেক খোলামেলা কথা বললেন তিনি। জানালেন নিজের মতামত। প্রতিবেশী ভারতের চ্যানেলগুলি আমরা দেখি, অথচ উদ্যোগ নেয়ার কথা শোনা গেলেও কেন এখনো আমাদের চ্যানেল ওরা দেখতে পাচ্ছে না -এসব নিয়েও আলাপ হলো। 
এর আগে বেশ ক'বার দেখা হয়েছিলো। আলাপ হয়েছিলো গতবারের মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানেও। এই মানুষটার অভিনয় ভালো লাগে। মঞ্চ জয় করে তবেই টিভি নাটকে এসেছেন। এটা তিনি গর্ব করেই বলেন। বাস্তব জীবনেও তিনি স্পষ্টভাষী, ব্যবহারে খোলামেলা। নিজের বাস্তব চরিত্রটাকেই যেন তিনি সাবলীলভাবে অভিনয়ে ফুটিয়ে তোলেন। তাঁর বিভিন্ন মুখভঙ্গির ছবিতে নানা ক্যাপশন জুড়ে দিয়ে যত ছবি আছে বাংলাদেশীদের ফেসবুক পেইজে, এত সংখ্যক মনে হয় আর কারো নেই। 
আজ(২২/৮/১৫) জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। পাশাপাশি, আরও ভালো ভালো কাজ তাঁর থেকে উপহার পাবো বলে আশায় রইলাম। শুভ জন্মদিন মোশাররফ ভাই!
 ৩ টি
    	৩ টি    	 +০/-০
    	+০/-০২|  ২৩ শে আগস্ট, ২০১৫  রাত ৮:৫১
২৩ শে আগস্ট, ২০১৫  রাত ৮:৫১
সুমন কর বলেছেন: প্রথম দিকে উনার অভিনয় ভাল লাগত। এখন সবই এক ধরনের মনে হয়।   
  
এখন একটু কম কিন্তু মানসম্মত অভিনয়ে মনোযোগ দেবার দরকার। 
জম্মদিনের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা .... 
৩|  ২৩ শে আগস্ট, ২০১৫  রাত ৯:০৭
২৩ শে আগস্ট, ২০১৫  রাত ৯:০৭
তপ্ত সীসা বলেছেন: বসেরে সেলাম
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৬:১১
২৩ শে আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৬:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: জম্ম দিনের শুভেচ্ছা জানাই মোগে
মোশাররফ ভাইরে!