নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ: ৩৫ তম বিসিএস

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৯

এবারের ৩৫ তম বিসিএস পরীক্ষাটা বিসিএস এর ইতিহাসে অনন্য। প্রশ্নগুলো দেখলেই বুঝবেন। মুখস্থবিদ্যার দিন শেষ, কোচিং ব্যবসার সমাপ্তি বুঝি আসন্ন। লিখিতের জন্য বাজারে প্রতিটি প্রকাশনের আছে আলাদা আলাদা বই। এক সেটে ৬/৭ টি বই। প্রতিটার দাম লেখা ৯০০ টাকা, নিলখেতে সর্বনিম্ন রেখেছে ৪৪০ টাকা। সে হিসেবে প্রতি সেটের দাম কত? অথচ, এই বইগুলো থেকে এবার কি আদৌ তেমন কিছু "কমন" পড়েছে? গাইড ব্যবসাও বুঝি এবার বন্ধ হবে!

আসলে কিছুই হবে না বন্ধ। নতুন অদ্যমে নতুন আঙ্গিকে আবার "ফ্রি সেমিনার" এর আমন্ত্রণপত্র বিলি হবে। কনফিডেন্সের অভাব যাদের, কাঁড়িকাঁড়ি টাকা দিয়ে তারা আবারও কনফিডেন্সে ভর্তি হবে। তবে, এবার পিএসসি যে ঝাঁকিটা দিলো, তার দরকার ছিলো। প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড হচ্ছে। বিগত বছরের প্রশ্ন পড়ে আর মুখস্থ করে হলে গিয়ে কুপিয়ে পরীক্ষা দিয়ে আসার দিন শেষ। এবার বিএসসির প্রতিটা বিজ্ঞপ্তিতে লেখা ছিল, "পড়াশোনা ও জ্ঞানার্জনের মাধ্যমে ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করুন; চাকরির ক্ষেত্রে কোনরূপ তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে"। ব্যাপারটা সত্যই মানা গেলে এবং নিয়োগ মোটামুটি ফেয়ার হলে, মেধাবিদের মূল্যায়ন হবে। দেশের এই অবস্থায় প্রকৃত মেধাবিদেরকেই দরকার।

বাকি রইল দুই। তবে, বিজ্ঞানের সিলেবাস দেখে শুনলাম বিজ্ঞানের ছাত্ররাও কেউ কেউ "অজ্ঞান" হয়ে পড়েছেন! যেমনটি হয়েছেন গণিত পরীক্ষার দিন! আবার, অনেকেই থাকেন শাহবাগ/মতিঝিল, অথচ সিট পরেছে মিরপুর/শেরেবাংলানগর। দুই ঘন্টায়ও এই বৃষ্টিভেজা সকালে পানিময় রাস্তায় পৌঁছাতে পারেননি অনেকে। সুতরাং ঠিকমত পরীক্ষা দিতে পৌঁছতে পারাটাও যেন এক পরীক্ষা! আবার প্রশ্নপত্র পেয়ে একটা পরীক্ষা দিয়ে আর হলে ফেরেননি এমন পরীক্ষার্থীদের সংখ্যা এবার অনেক। সবকিছু ফেয়ার হলে, ৩৫তম বিসিএস এ যারা ক্যাডার হবেন, তাঁরা প্রকৃত অর্থেই দেশের সেরা মেধাবি হবেন, সবদিক দিয়ে। (৩৪ তমর রেজাল্ট দেখেই মনে হচ্ছে, এবারও নিয়োগ ফেয়ার হবে।)

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

সুমন কর বলেছেন: সুসংবাদ !!

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২০

কালীদাস বলেছেন: বিসিএসের পুরো সিসটেমটাই হাস্যকর। মুখস্তবিদ্যার চূড়ান্ত এক্সিবিশন।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল খবর দিলেন , দেশে মেধাবী আমলার বড়ই আকাল !

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৪

মহান অতন্দ্র বলেছেন: "বিসিএসের পুরো সিসটেমটাই হাস্যকর। মুখস্তবিদ্যার চূড়ান্ত এক্সিবিশন।" কালিদাসের সাথে একমত।

কিভাবে যেন প্রথমবারেই প্রিলিতে টিকেছিলাম। রিটেন দেওয়ার আগেই আমেরিকা আসতে হয়েছে। মনে হয়েছে বেঁচেছি। এই ক্লান্তিকর আর দুর্ভোগময় পরীক্ষা দেওয়া লাগেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.