নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

কারণ আপনি সেলিব্রেটি!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৬

আপনি যেহেতু একজন সেলিব্রেটি এবং যেহেতু নিজের সেলিব্রেটি ভাবটা ধরে রাখতে চান, সুতরাং আপনি কোন জাতীয় ইস্যুতেই কোন এক পক্ষে সরাসরি মত না দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে লিখবেন। আগে দেখে নিবেন কোন পক্ষে জনমত বেশি, তারপর সেই পক্ষেই দাড়িপাল্লার পাল্লাটা বেশি ভারী রাখবেন। উচিৎ অনুচিত ব্যাপার নয়। আগে কিছুদিন চুপচাপ অন্যের পোস্ট দেখবেন, পানি কোনদিকে গড়ায় সেটা দেখবেন। তারপর অনেক বুঝে শুনে যদি একটি পক্ষ নিতেই হয়, তবে পাল্লাভারী দলের পক্ষেই হবে আপনার অবস্থান। কারণ আপনি কিছুতেই চাইবেন না উচিৎ কথাটি বলে আপনার গুণমুগ্ধ চাটুকারদের হারাতে। এই যেমন ভ্যাট আন্দোলনে আপনি কিছুতেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কিছু লিখবেন না।

গাড়ি চালিয়ে অফিসে যাচ্ছেন, পথে দেখলেন রাস্তা দখল, আর যাওয়া যাবে না। মনে মনে বিরক্তি নিয়ে পায়ে হেঁটে অফিসে গিয়ে অফিস ডেস্কে বসে আপনি লিখবেন রাস্তা অবরোধের পক্ষেই। আপনি নিজেকে আন্দোলনকারীদের চোখে মহাপুরুষের আসনে বসাবেন। এটাই এখন "সেলিব্রেটি" হওয়ার শর্ত। আপনাকে বুঝতে হবে হাওয়া কোনদিকে বইছে।

আর সুযোগ পেলেই বড় ব্যক্তিত্ব কিংবা সরকারের সমালোচনা করে নিজেকে ল্যাম লাইটে নিয়ে আসতে হবে। সেলিব্রেটি, আপনাকে দিয়েই হবে। চালিয়ে যান!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.