নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

অস্ট্রেলিয়ার শুভবুদ্ধির উদয় হোক

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

বাহাত আর ডানহাত বাদেও আরেকটা হাত আছে। সেটা হলো অজুহাত। অস্ট্রেলিয়া দল নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশে খেলতে আসবে না বলে জানিয়ে দিয়েছে। ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। অস্ট্রেলিয়া জানিয়ে দিলো, বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা ভালো নয়। বহির্বিশ্বের অনেক দেশের ধারণাও হয়তো এমন। যারা এতদিন কিছু ভাবেনি, তারাও এখন গুরুত্ব দিয়ে ভাববে। কার মতো করে ভাববে? নিশ্চয়ই অস্ট্রেলিয়ার মতো করে ভাববে, বাংলাদেশের মতো করে নয়। সাম্প্রতিক সময়ে বড় ধরণের জঙ্গী হামলা হয়নি বটে, কিন্তু বেশ কিছু হত্যাকাণ্ডের বিচার কাজ এখনও সুসম্পন্ন হয়নি। কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে তাদের ধারণা খারাপ। শ্রমিকদের ন্যায্য অধিকার বিষয়ে জিএসপি বাতিলও খারাপ ধারণাই দেয়।

আমরা যতই সমৃদ্ধির দিকে যাই, যতই মধ্যম আয়ের দেশ হই, পিছিয়ে থাকা বা বিতর্কিত বিষয়গুলো নিয়েই পশ্চিমা ও অন্যান্য উন্নত দেশের আগ্রহ বেশি। কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে ভুল ধারণাও দেয়া হয় বাংলাদেশ সম্পর্কে। এসব ব্যাপার অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্ত নিতে প্রচ্ছন্ন ভূমিকা রাখলেও রেখে থাকতে পারে। এছাড়া সাম্প্রতিক সময়ে এমন কোন জঙ্গী তৎপরতা দেখা যায়নি, যার জন্য এদেশকে পাকিস্তানের মতো বিবেচনা করে খেলতে আসতেই ওরা আতংকিত বোধ করবে। পাকিস্তানের মতো ক্রিকেটারদের ওপর হামলার ঘটনা আমাদের এখানে হয়নি কখনো। দেশের আইন-শৃঙখলা পরিস্থিতিও অতটা খারাপ না। ক্রিকেটারদের সর্বোচ্চ প্রটোকল দেয়া হয়। তবুও অস্ট্রেলিয়া স্রেফ না বলে দিলো! নিরাপত্তাই কি তবে একমাত্র কারণ, নাকি দারূণ ফর্মে থাকা বাংলাদেশ দলের কাছে হেরে যাবার ভয়টাও কারণ? উত্তরটা ওরাই দিতে পারবে। তবে, আমরা আমাদের মেয়েদেরকে পাকিস্তানের মতো ব্যার্থ রাষ্ট্রে খেলতে পাঠিয়ে বড় ভুল করছি নাতো? বিষয়টি নীতি-নির্ধারকদের হাতেই ছেড়ে দিলাম।

তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়ার এমন করে শেষ মুহূর্তে না আসাটা ঠিক হলোনা। দূর থেকে "না" বলে দেয়াটা সহজ, কিন্তু যে দেশকে "না" বলা হয়, এতে সেই দেশের ভাবমূর্তির অবস্থাটা কী হয় এবং সেটা হওয়া উচিৎ কিনা তাদের সাথে, এসব ভেবে দেখা দরকার। অস্ট্রেলিয়া সরকার বরং এদেশে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সাথে একত্রে কাজ করতে পারতো। এতে ক্রিকেট বাদেও অন্যান্য ক্ষেত্রে আমরা বন্ধু হতাম। ব্যাপারটা তাদের মাথায় আসবে কবে?

-দেব দুলাল গুহ
সাংবাদিক, প্রাবন্ধিক, কলাম লেখক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.