নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

এ লজ্জা রাখি কই?

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৫০

বাংলাদেশে এসে কি কোন পাকিস্তানি বাংলায় কথা বলে? পাকিস্তানে কি কেউ বাংলায় কথা বলে? বলে না। বলতে দেয়নি বলেই না আমার ভাইয়ের রক্তে রাঙা হয়েছিলো একুশে ফেব্রুয়ারি! আজও তবে উর্দুর প্রতি এত টান কেন? উর্দুতে কথা বলা কেন? যারা উর্দুতে কথা বলতে চায়, তারা পাকিস্তানেই চলে যাক স্থায়ীভাবে। পাকিস্তান সরকার তাদের আদর করে ঘরে তুলুক। কিন্তু যে ভাষার মর্যাদা রক্ষায় আমরা রক্ত দিয়েছি, এদেশে সেই বাংলা ভাষা ছাড়া অন্য যেকোন ভাষা কালেভদ্রে চলতে পারে, কিন্তু উর্দু চলতে পারে না।

সালমার উর্দু ভাষায় কথা বলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তার পদত্যাগ চাই। আর এখন থেকে শুধু খেলতে জানলেই হবে না, দেশাত্মবোধকেও হৃদয়ে ধারণ করা চাই, জাতির গৌরবময় ভাষা আন্দোলনসহ সকল আন্দোলন সংগ্রামের ইতিহাস, বিশেষত মুক্তিযুদ্ধের ইতিহাস জানা ও শ্রদ্ধা জানানো চাই। বিসিবিকে এই ব্যাপারে কঠোর হতে হবে।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৭

স্যার এডলফ হিটলার বলেছেন: বাংলাদেশের আনাচে-কানাচে পোলাপাইন হিন্দি কইয়া বেড়ায়, দেশের সব টিভিতে হিন্দি চ্যানেল চলে, দেশের সব অনুষ্ঠানে হিন্দি গান চলে, তখন কি দেশপ্রেম ঘাস খাইতে যায়।

এখন আবার বর্তমান সরকারের মত কইয়েন না তারা বন্ধু রাষ্ট্র, কেমন বন্ধ তা ছোটবেলার থিকা দেখতাছি। এমন বন্ধু থাকলে শত্রুর দরকার নাই /:)

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:২২

...নিপুণ কথন... বলেছেন: হিটলারের থেকে এর চেয়ে ভালো বক্তব্য আশা করে কে? হিন্দি আমাদের ওপর কেউ চাপিয়ে দেয়নি। হিন্দিতে কথা না বলে বাংলায় বলতে চাওয়ায় কাউকে গুলি করে মারা হয়নি। বাংলাভাষার মর্যাদা নষ্ট করতে হিন্দি ভাষাভাষী কেউ চেষ্টা করেনি, ১৪৪ ধারা জারি করেনি। ওরা কেউ আমার মায়ের ভাষা কেড়ে নিতে চায়নি। যারা হিন্দিতে বলে তারা শখে নিজের ইচ্ছায় বলে। আমি ওদের কাউকেই সমর্থন দেইনা, তবে উর্দুর সাথে ইতিহাস জড়িত আছে বিধায় এর ব্যাপার আলাদা।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:২৮

মুহাম্মদ মুস্তফা মুশাররফ বলেছেন: গুলি দিয়ে বাংলাদেশের মানুষকে উর্দু বলা শিখাতে পারে নাই। অথচ সামান্য সিরিয়ালের কল্যানে আজ আন্ডা বাচ্চারাও হিন্দী বলে। লজ্জাটা কোথায় রাখবেন? সেই মন্ত্রীর কাছেই রাখুন যে শাহরুখ খানের কনসার্ট মাটিতে বসে উপভোগ করেছেন। তার কাছেই রাখুন, যে সানি লিয়ন কে ভিসা দিতে প্রস্তুত অথচ ডাঃ জাকির নায়েক কে দিতে নয়

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৬

...নিপুণ কথন... বলেছেন: ডা জাকির নায়েকের সাথে সানি লিওনের তুলনা করলেন? বুঝে করলেন তো?

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৭

সুমন কর বলেছেন: অল্প কথায় মূল বিষয়টিই তুলে ধরেছেন। ধন্যবাদ।
+।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২২

মুহাম্মদ মুস্তফা মুশাররফ বলেছেন: এটাই সমস্যা। তুলনা করা হয়নি। একটা উদাহরণ দেয়ার চেষ্টা করেছি। আর এই দুই চরিত্র দুই দিকের। এদের মধ্যে তুলনা করা অসম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.