নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

"চুমু খেয়েছি, বেশ করেছি!"

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

কদিন আগেও চাউর হয়েছিলো, বলিউডের জনপ্রিয় ও আলোচিত জুটি ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর এর মধ্যে নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে! অথচ, তাঁরাই নাকি আবার নতুন বছরের শুরুটা উদযাপন করবেন মেক্সিকোতে, শোনা গিয়েছিলো এমনটাও! যেহেতু তাঁরা দুজনই নিজেদের সম্পর্কের ব্যাপারগুলো সবসময় কঠোর গোপনীয়তার ভেতর লুকিয়ে রাখেন, সেহেতু তাঁদের সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়াটা কঠিনই বৈকি! তবে এবার মুম্বাই মিররের এক ফটোসাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েছেন দুজন, চুম্বনরত অবস্থায়! নাহ, গোপন ব্যাপারগুলো আর বুঝি গোপন রাখা গেলো না!

ভাবছেন, এমন কাণ্ডে নিশ্চয়ই চটেছেন ক্যাটরিনা-রণবীর? মোটেই না। ক্যাটরিনা বরং ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নিয়েছেন। এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে ‘চুমু খেয়েছি বেশ করেছি’ মনোভাব নিয়ে ক্যাটরিনা জানান, ভালোবাসার মানুষটির আলিঙ্গন পাওয়াটা সবসময়ই দারুণ ব্যাপার।

প্রসঙ্গত, ক্যাটরিনার নতুন ছবি ‘ফিতুর’ এ অভিনেতা আদিত্য রায় কাপুরের সাথেও ছবির পোস্টারে ঠিক একই রকমের রোমান্টিক ভঙ্গি ফুটে উঠেছে। সাংবাদিকরাও কম যান না। প্রশ্ন করেই বসলেন- তবে কি পোস্টারের আবহটাই বাস্তবে নতুন করে সৃষ্টি করতে চাইলেন ক্যাট তাঁর প্রেমিক রণবীরের সাথে?

বিস্ময়ের সাথে ক্যাটরিনার অভিব্যক্তি, “ছবিটা কই? পত্রিকায়? হে ঈশ্বর...” আদিত্য তাঁকে থামিয়ে বললেন, “ও আচ্ছা! আমাকে ফটোশপ করে সরিয়ে সেখানে রণবীরকে জায়গা দেয়া হচ্ছে, তাইনা?” মজাটা ধরতে পেরে ক্যাটরিনাও মজা করলেন, “মোটেই না, আমি তোমাকে ছবি থেকে কখনোই সরাবো না।”

যে ছবিটা নিয়ে এত আলোচনা, আসলেই কী ছিলো সেই ছবিতে?

ছবিটা তুলেছিলেন মুম্বাই মিররের আলোকচিত্রী রাজু শেলার। তিনি জানান, গত মঙ্গলবার ‘ফিতুর’ ছবির শ্যুটিং শেষে প্রচণ্ড ক্লান্ত ক্যাটরিনা বাসায় ফেরেন রাত সাড়ে ১০টার দিকে। রণবীর সেখানে আনুমানিক রাত ৯টা থেকেই ছিলেন, ব্যালকোনিতে বসে পান করছিলেন। ক্যাটরিনা প্রবেশের পর দুজন একসাথে আলিঙ্গন করেন, চুমু খান এবং প্রায় ঘন্টাখানেক গল্প করে কাটান। তখনই নিচে ওৎ পেতে থাকা আলোকচিত্রী এই ছবিটি তুলে ফেলেন! তাঁরা কী আর জানতেন, তাঁদের এই ব্যক্তিগত জীবনেও হানা দিয়ে কেউ এত নিচ থেকেও ছবি তুলে ব্যাপারটা রটিয়ে দেবে?

-টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে দেব দুলাল গুহ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.