নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
মোহাম্মদ আলীকে বলা হয় সর্বকালের সেরা(গ্রেটেস্ট) বক্সার। একথা তিনি নিজেও জানতেন। তিনি নিজেও অনেক আগেই জানতেন, যে তাঁকে কেউ অতিক্রম করতে পারবে না। তাইতো সেই সাদাকালোর যুগের এক ভিডিও ক্লিপ-এ দেখি, ক্যাসিয়াস ক্লে (মোহাম্মদ আলী) নিজেই বলেছেন, 'I am the greatest'.
আফসোস, বাংলাদেশে এভাবে কেউ নিজের শ্রেষ্ঠত্ব দাবি করলে, আশেপাশে নিজের মতো ভালো আর কাউকে সত্যিই না পেলে লোকে তাঁকে পাগল বলে, তাঁকে নিয়ে হাসি-ঠাট্টা করে! মেধাকে দমিয়ে রাখার সব রকম চেষ্টা হয়। জয় হয় সব আবাল মামা-চাচাওয়ালাদের। ভাগ্য ভালো, মোহাম্মদ আলীর জন্ম এদেশে হয়নি।
আমিই সেরা-- এই বাক্যটিকে সবাই দাম্ভিকতা বলেই ধরে নেয়, সরল স্বীকারোক্তি কিংবা দৃঢ় মনোবল বা আত্মপ্রত্যয় হিসেবে ধরে নিতে পারে না। আপনি যদি নিজের মনে এই বাক্যটি ধারণ না করেন, তাহলে আপনার পক্ষে নিজের মনোবল চাঙ্গা রাখা মুশকিল। আবার, নিজেকে সেরা বানানোর জন্য অক্লান্ত পরিশ্রমও করতে হবে, শুধু সেরা ভাবলে চলবে না। আপনি নিজেকে যা ভাববেন, মন থেকে যা হতে চাইবেন, আপনি একদিন তাই হবেন। ভালো মানুষ হতে চাইলে (মন থেকে চাইলে) ভালো মানুষ হবেন। সেরাদের সেরা হতে চাইলে সেরাই হবেন। যার নিজের ওপর বিশ্বাস নাই, নিজের সামর্থের ওপর ভরসা নাই, সে কখনও জয়ী হতে পারে না।
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০১৬ রাত ৮:০৮
আশিক আহমাদ বলেছেন: ভালো লাগলো। সঠিক বলেছেন।