নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

শুধু কালো ব্যাচ ধারণ করলেই হবে না

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ২:২৩

শোক দিবসের মিছিলে কালো ব্যাচ ধারণ করেও নির্লজ্জ দন্ত-বিকশিত সেলফি তুলে যেসব নেতারা ফেসবুকে পোস্ট দিচ্ছেন, আমি তাদের এই কৃতকর্মে অবাক নই; বরং আমি মনে করি তাদের জন্য এটাই স্বাভাবিক, এটাই তাদের প্রকৃত রূপ।

কথায় আছে, 'যার যায় শুধু সে-ই বোঝে'। কথাটা এদের জন্য খাঁটে। আজ টিভিতে দেখলাম বঙ্গবন্ধুর মাজারে মাননীয় প্রধানমন্ত্রীর পুষ্পার্ঘ অর্পন; যেন তাঁর কালো চশমায় কান্না ঢাকার ব্যার্থ চেষ্টা আমাকেও ছুঁয়ে গেলো। আমি দেখেছি, সেখানে উপস্থিত অনেক কেন্দ্রীয় নেতাই একইভাবে শোকার্ত। এর কারণ, তাঁরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেন, তাঁকে আপনজন ভাবেন। কিন্তু, এইসব ভুঁইফোড় ধান্দাবাজ তেলবাজ চামচার দল জাতির পিতার আদর্শ বুকে লালন করেন না। এমনকি নিজের পিতার মৃত্যুতেও তারা কিঞ্চিৎ শোকার্ত হবেন কিনা সে বিষয় নিয়েও সন্দেহ আছে। এরা শুধু নিজের আখের গোছাতেই ব্যস্ত। আর সেজন্যই কালো পাঞ্জাবি পড়ে কালো ব্যাচ ধারণ করে খুব ভোরে গিয়ে দলে দলে হাজির হওয়া, প্রকৃত শ্রদ্ধাবোধ এদের ভেতর নেই।

বঙ্গবন্ধু বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা। তিনি সকল দলের ঊর্ধের একজন ব্যাক্তিত্ব, যার প্রতিটি ছবিই কথা বলে, কণ্ঠস্বর আবেগ এনে দেয়। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগ করতে হয় না। শ্রদ্ধা সেজেগুজে সেলফি তুলে দেখানোর বিষয়ও নয়, এটা হৃদয়ে ধারণ করার বিষয়। আজকের এইসব মধুর মাছিদের দেখলে বঙ্গবন্ধু নিশ্চিত কষ্ট পেতেন।

-দেব দুলাল গুহ

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ২:৩৩

চাঁদগাজী বলেছেন:




শেখ হাসিনার পার্টির লোকেরা আজীবনই ঐ রকম ছিলো, নতুন কিছু নয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.