নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
প্রতিটি মানুষই চিন্তা-চেতনা বিচার-বিবেচনার দিক থেকে একে অন্যের থেকে আলাদা। সবাই যদি একইরকম করে সবকিছু ভাবতো, তাহলে পৃথিবীতে কোন বৈচিত্র্য থাকতো না। সবার পছন্দ যদি এক হতো, তবে সবাই ক্যাটরিনা কাইফ অথবা ঐশ্বরিয়া রাই বচ্চনকেই বিয়ে করতে চাইতো, যার ফলাফল শুভ হতো না। আপনি যা ভাবছেন সেটাই একমাত্র ঠিক, বাকি সবার ভাবনা ভুল --এমনটা ভাবলে আপনি ভুল করবেন। অন্যের মতামতকে গুরুত্ব দিন, সহ্য করার ক্ষমতা বাড়ান।
.
নানান জনের নানার মত, ভিন্ন ভিন্ন ধর্ম ও আচরণ ব্যবস্থা আছে বলেই এই পৃথিবীটা এতো বৈচিত্র্যময়, এতো সুন্দর। একে সুন্দর রাখতে চাইলে, পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে রেখে যেতে চাইলে, ভিন্ন মতকেও বাঁচিয়ে রাখতে হবে। তা নাহলে এমন একদিন আসবে, যখন ঐ একমতের মাঝেও আবার উপমতের সৃষ্টি হবে, যার ফলশ্রুতিতে এক পর্যায়ে নিজেরা নিজেরাই মারামারি করে মরতে হবে।
-দেব দুলাল গুহ।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৭
Tania Farazee বলেছেন: ডঃ এম এ আলী আপনি ঠিক সম্পূর্ণ ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে এবং লেখককে।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৬
কানিজ রিনা বলেছেন: সত্য কথা বলতে কুৎসিত জীবন বিলাশী মানুষ গুল
নানান কুরুচী পূর্ন মতামতা প্রদান করে। বা ফেচবুকে
যারা পর্ন গ্রাফী দিয়ে ভরে রাখে। তারাই মুখশের
আড়ালে ব্লগে এসে নীতির ব্যাক্য ছারে।
কত কত কবিতা দেখি যা পর্নগ্রাফিকে হাড় মানায়।
আর নিজের পান্ডিত্ব জাহেরী করে।
এই বল্গে অসংখ্য ভাল লেখক আছে।
যাদের রুচীশিল লেখাই ব্লগ পরিপুর্নতা অর্জনে সক্ষম
ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৪
ডঃ এম এ আলী বলেছেন: অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকা যাবে যদি তা রুচিপুর্ণ ও যুক্তিপুর্ণ হয়, অশ্রাব্য ভাষায় কুরুচিপুর্ণ অনেক মতামত দেখা যায়
সেগুলিতে শ্রদ্ধাশীল থাকা বেশ কস্টকর । ধন্যবাদ লিখাটির জন্য ।