নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

জোর করে ভালোবাসা পাওয়া যায় না

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১০:৩০

দুটি মনের মিলনের নাম ভালোবাসা। দুটি দেহের মিলনের বিষয় আসে পরে, আগে দরকার মনের মিল। খুব কাছে না গিয়ে দূর থেকেও কাউকে ভালোবাসা যায়। সারাজীবন একসাথে থাকতে পারে, এক হতে পারে ক'জন? দুজনের সম্মতি বা ইচ্ছা থাকার পরেও অনেক সময় সেটা সম্ভব হয় না। তাই বলে কি ভালোবাসা নিঃশেষ হয়ে যায়? নাহ, প্রকৃত ভালোবাসা কখনও ফুরিয়ে যায় না।
>
একটা মেয়েকে একটা ছেলের ভালো লাগতেই পারে। মেয়েটির জন্য বুকের ছোট্ট একটা কোণে একটুখানি ভালোবাসাও হয়তো জায়গা করে নিতে পারে। কিন্তু এর মানে এই নয় যে মেয়েটিরও এই ছেলেটিকেই ভালো লাগবে বা ছেলেটিকে মেয়েটিও ভালোবাসবে। এসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা খুব কনফিউজড থাকে। কিন্তু তাই বলে জোর করে তো ভালোবাসা হয় না। জোর করে আপনি যখন একটি মেয়েকে পেতে চাইবেন, আপনি তখন তার ভালোবাসা না পেয়ে ঘৃণা পাবেন।
>
প্রেমে ব্যার্থ হয়ে যে ছেলেটি আজ সিলেটের এমসি কলেজে একটি মেয়েকে কুপিয়ে জখম করলো, আপনার কি ধারণা সে এভাবে ঐ মেয়ের ভালোবাসা পাবে? ঐ মেয়ে তো বেঁচে ফেরে কিনা তা নিয়েই সন্দেহ, আমার বিশ্বাস পৃথিবীর কোনো মেয়েই এমন ছেলেকে ভালোবাসতে পারে না। ছেলেটি আসলে মেয়েটিকে ভালোবাসেনি, ভালোবেসেছে মেয়েটির দেহকে, ওর সৌন্দর্যকে। এর নাম ভালোবাসা নয়। অন্তত আমি একে ভালোবাসা বলতে রাজি নই।
>
ভালোবাসা হলো এমন এক স্বর্গীয় স্বত্বা, যা সত্যি সত্যি কারো মনে কারো জন্য জন্ম নিলে আজীবন অক্ষত থাকে। সব সময় যে ভালোবাসা পরিণতি পায়, তা নয়। ভালোবাসার মানুষটিকে নিজের কাছে রাখতেও পারা যায় না সব সময়। মেয়েটির হয়তো আপনার সাথে না হয়ে অন্য কারো সাথে বিয়ে হয় গেলো। তাই বলেই কি আপনার ভালোবাসা শেষ হয়ে গেলো, ব্যার্থ হয়ে গেলো? আমি সেটা মনে করিনা। আপনার বরং খুশি থাকা উচিৎ মেয়েটির সুখে থাকা দেখে। পরের ঘরে থাকলেও সেই মেয়েটি যদি ভালো থাকে, আপনি তাকে ভালোবেসে থাকলে তাতেই আপনার সুখ। কিছুদিন পর মেয়েটির গর্ভের সন্তান আপনাকে হয়তো 'বাবা' না ডেকে 'মামা' ডাকবে, তবুও আপনি গর্ভাবস্থায় বন্ধুর মতো মেয়েটির ভালো-মন্দের খোঁজখবর রাখবেন। একদিন আপনিও হয়তো কাউকে ভালোবেসে বিয়ে করবেন। কিন্তু ঐ মেয়েটির প্রতি আপনার ভালোবাসা হয়তো সেভাবেই থেকে যাবে। আমার মনে হয় মানুষের জীবনে প্রেম একবার নয়, বারবারও আসতে পারে। আর যদি কোনো মেয়ে আপনাকে কথা দিয়ে কথা না রাখে, ছলনা করে থাকে, তবুও মেয়েটিকে আপনি ভালোবেসে থাকলে তার ক্ষতি আপনি করতে পারবেন না। ক্ষতি করার চিন্তা বাদ দিয়ে আপনি বরং ওকে ওর মতো সুখে থাকতে দিন। একদিন মেয়েটি নিশ্চয়ই বুঝবে, আপনার ভালোবাসা কতোটা খাঁটি ছিলো।

দেব দুলাল গুহ / দেবু ফরিদী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.