নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

পেটে খেলে পিঠে সয়

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫২

বাংলাদেশে ভারতের ২ বিলিয়ন ডলার বিনিয়োগের জবাবে চীন নিয়ে এলো ২৪ বিলিয়ন ডলারের কৌশলগত অংশীদারিত্বের বিনিয়োগ। এই অঞ্চলের দুই প্রতিদ্বন্দ্বী সুপার পাওয়ারের মাঝে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সুযোগটাকেই কাজে লাগিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। মাত্র ২২ ঘন্টার বাংলাদেশ সফরে ২৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ করে যাচ্ছেন তিনি। অথচ ভাবতেই অবাক লাগে, আমরা কিছু অতিসমালোচক আমজনতা পড়ে আছি ঢাকার রাস্তার জ্যাম নিয়ে!
.
ছুটির দিনে ঢাকার রাস্তায় জ্যাম পড়েছে, এটুকু সহ্য করা কি এতোটাই অসম্ভব? চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি দেশের একটি, বিশ্বের অন্যতম পরাশক্তি, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরে এবং ভারতের আগেই চীনের অবস্থান। সেই দেশের প্রধান এসেছেন আমাদের দেশে, আমাদের দেশ কেন, বিশ্বের যেকোন দেশেই তিনি গেলে রাস্তা বন্ধ করে তাঁকে প্রটোকল দেয়া হবে, এটাই স্বাভাবিক। সমস্যাটা আমাদের রাস্তাঘাট অবকাঠামোর, ঠিক থাকলে কিছু রাস্তা বন্ধ থাকলেও এমন জ্যাম পড়তো না।
.
বাংলাদেশের এমন রাস্তাঘাট উন্নয়ন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, প্রযুক্তিগত উন্নয়ন সহায়তাসহ নানা ক্ষেত্রে চীনের প্রেসিডেন্ট এই সফরে ভূমিকা রাখছেন। আমরা নিজেদের বৃহত্তর লাভটা বুঝতে চেষ্টা না করে ক্ষুদ্র বিড়ম্বনা নিয়ে হাউকাউ করি। আর যারা এতোদিন ভারতের বিনিয়োগে বলছিলেন 'দেশটা ভারত হয়ে গেলো', আজ তারা কি বলবেন 'দেশটা চীন হয়ে গেলো'?
.
এভাবেই দ্বিপাক্ষিক সম্পর্কের ভেতর দিয়ে এগিয়ে যেতে হয়। এতে বিনিয়োগকারী দেশেরও যথেষ্ট লাভ আছে, এমনিতেই কেউ এতগুলো টাকা অন্য দেশের উন্নয়নে ঢালে না। আজকের উন্নত দেশগুলোও এভাবেই এগিয়েছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, তবে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নয়, বরং 'give and take' নীতির ভিত্তিতে।
.
পরিশেষে, চীনের প্রেসিডেন্টকে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাই।

( 1 US Dollar = 78.34 Taka.
So, 24 billion US Dollar = 24*100 Crore Dollar= 24000000000*78.34 taka =???

-দেব দুলাল গুহ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.