নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
তোমরা যাকে 'আল্লাহ' বলো, আমরা 'ভগবান',
এই জগতের স্রষ্টা তিনিই, তিনি মেহেরবান।
ইচ্ছা করে কে কবে ভাই বেছে নিলো ধর্ম?
জন্ম নিলাম যে ঘরেতে, সে মতেই তো কর্ম!
তুমি জন্মে শুনতে পেলে বাবার কণ্ঠে আযান,
আমি দেখি মায়ের সিঁদুর, ঠাম্মা শাঁখ বাজান!
তুমি শিখলে নামাজ আদায়, তোমার উৎসব ঈদ;
আমি তখন মায়ের সঙ্গে গাইছি পূজার গীত।
মিলেমিশে থাকবো মোরা বাংলার দুই ছেলে,
ঈদ-পূজোতে একের বাসায় অন্যের দেখা মেলে।
তবু কেনো এতো বিভেদ, এতো হানাহানি?
বুঝতে চাইনা--বাড়ছে এতে মোদের মনের গ্লানি!
কোনো ধর্মই অশান্তিরে দেয় না প্রশ্রয়,
বুদ্ধিমান ও জ্ঞানী তুমি, জানো তা নিশ্চয়।
তবে আজ হোক শপথের দিন-- শান্তি রাখবো ধরে,
হিন্দু-মুসলিম ভাই-ভাই, কোনো দ্বন্দ্ব রাখবো নারে।
দেশটা কারো একার নয়তো, মা আমাদের সবার,
এই মাটিতেই জন্ম, মিশে যাবো এতেই আবার।
- দেব দুলাল গুহ / দেবু ফরিদী
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৭:১৯
সাদা মনের মানুষ বলেছেন:
মিলেমিশে থাকবো মোরা বাংলার দুই ছেলে,
ঈদ-পূজোতে একের বাসায় অন্যের দেখা মেলে।
তবু কেনো এতো বিভেদ, এতো হানাহানি?
বুঝতে চাইনা--বাড়ছে এতে মোদের মনের গ্লানি!
.............এমন চমৎকার আহ্ববান আমাদের সবার হৃদয়ে পৌছে যাক, শুভেচ্ছা জানবেন ভাই
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩০
মানবী বলেছেন: কবিতার প্রতিটি লাইন আশৈশব জেনে আসা বাংলাদেশের প্রতিটি মানুষের ভাবনার প্রতিচ্ছবি।
ইদানীং কোন এক অপ শক্তি বলে প্রতিচ্ছবিটি কলুষিত করার ঘৃন্য চেষ্টা চলছে।
সকলে এগিয়ে এলে এই আঁধার মিটিয়ে আবারও আগের আলোকিত বাংলাদেশ গাগ্রত হবে।
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ ...নিপুণ কথন...
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ ভোর ৬:৪৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর হয়েছে
ভালোলাগা রেখে গেলাম।