নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
খাসির মাংসের তেহারি বলে নাকি চালিয়ে দেয়া হয়েছে গরুর মাংস! এইতো, চলতি রাতের ঘটনা। ঘটেছে দেশের সর্বোচ্চ প্রকৌশল বিদ্যাপিঠ বুয়েটে। ছাত্ররা বলছে, পাঁচ দিনের সিভিল সামিটের আজ চতুর্থদিন রাতের গ্র্যান্ড ডিনারের গ্র্যান্ড খানাপিনায় নাকি ঘটেছে এই কান্ড! খাবারের দায়-দায়িত্ব নাকি আনোয়ার গ্রুপের। ওদের দুর্ভাগ্য। ওরা কি আর জানতো, হিন্দুরা অনেকেই এখন গরুও খায়, তাই খাসি আর গরুর পার্থক্যটা বুঝে ফেলবে?
যতক্ষণে বিষয়টা বোঝা গেছে, ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। চেটেপুটে খাওয়া শেষ। জানতে পেরে বমিও করেছে অনেকে। পরে মিছিল হয়েছে। কাল নাকি ক্লাস বর্জন। বিচার না পেলে পরশু থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট ডাকা হবে বলে জানা গেছে। আর কেবল এক শিক্ষক ছোটভাই জানালো, আনুষ্ঠানিকভাবে ঐ গ্রুপকে এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়া হবে বুয়েট থেকে।
গরুর মাংস খেলেই জাত যায় না ভাইসকল। কিন্তু ধর্মীয় কুসংস্কার হোক আর যা-ই হোক, যেহেতু তারা গরুকে মায়ের মতো ভক্তি করেই তো করুক না, না খেলে না খাক। আবার কারো হার্টের সমস্যার কারণেও তো না খেতে পারে। কেনো তাকে আপনার যেকোন উপায়ে সেটা খাওয়াতেই হবে? বিশেষ কোনো লাভ কি আপনার আছে এই কাজ করে?
যারা খায় তারা খাক, যারা খায় না তারা না খাক। না খেলে আপনার কি কোনো ক্ষতি হচ্ছে? ভাই, অন্যের ভালোলাগা পছন্দকে সম্মান না জানালে আপনি কি করে তার কাছে সম্মান পাবেন বলুন? যদি আজ উল্টোটা হতো, তবে এতোক্ষণে আপনারা কী কী করতেন বলতে পারেন?
২| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:৪৫
কলাবাগান১ বলেছেন: যদি আজ উল্টোটা হতো, তবে এতোক্ষণে আপনারা কী কী করতেন বলতে পারেন?
৩| ২৭ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:২০
চাঁদগাজী বলেছেন:
আগামীদিনের ঘুষখোর ও চোরদের এতো ভালো খাবার কি কারণে দেয়া হচ্ছে?
২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৩
...নিপুণ কথন... বলেছেন: সেটা অন্য প্রসঙ্গ। তাছাড়া সবাইকে এক কাতারে ফেলাটাও ঠিক না।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:৪২
করুণাধারা বলেছেন: খুব দুঃখজনক। এটা কি শুধুই অজ্ঞতা নাকি কোন কোন দুরভিসন্ধি কাজ করছে খুঁজে দেখতে হবে। সহমর্মিতা জানাই হিন্দু ছাত্রদের।
@ চাঁদগাজী, মার্কিন দেশে বুয়েটের অনেকেই শিক্ষকতা, গবেষনা ও ভাল কাজ করছে, দেখেন নি? এরা চোর আর ঘুষখোর? কেন মিছামিছি বিরূপ মন্তব্য করেন?
২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৪
...নিপুণ কথন... বলেছেন: সহমত জানাই
৫| ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:৫১
নিরাপদ দেশ চাই বলেছেন: আমাদের দেশের আইনে কি বলে জানি না, কিন্তু অনেক দেশেই এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। যারা এই কাজটা করেছে তাদের কঠোর শাস্তি হওয়া উচিৎ ।
৬| ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৯
চাঁদগাজী বলেছেন:
@করুণাধারা ,
আমেরিকা এসে গেলে নাইজেরিয়ানগুলোও মানুষ্বের মত চলে, বুয়েটকে মাপতে হবে বাংলাদেশে; এরা ইতর
৭| ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬
এই আমি রবীন বলেছেন: কিছু কিছু ভাইরাস আছে যে ফোল্ডারে যাবেন সেই ফোল্ডারেই কপি রাখে ।
আপনি পিসিকে ফরমেট করতে পারবেন, জাতিকে না।
আর কয়েকটা দশক, তখন আর এসব নিয়ে ভাবতেই হবে না। :-)
২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৭
...নিপুণ কথন... বলেছেন: আমরা এখনই হতাশ না হই
৮| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৯
জহুরুল০০৭ বলেছেন: এতে বুয়েটের লজ্জার আর কি আছে?
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একবার কুকুরের মাংস খাওয়ানো হয়েছিল।
তাই বলে কি সেই কুকুর খেকো ছাত্ররা পাশ করে জজ ব্যারিস্টার অফিসার আমলা হয়নি?
২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৬
...নিপুণ কথন... বলেছেন: আগে বলেন, আপনাকে কেউ না বলে শুকরের মাংস খাইয়ে দিলে পরে বুঝতে পেরে তাকে কি আপনি আস্ত রাখতেন?
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:১৪
পাকাচুল বলেছেন: গন্ডগোলটা কিভাবে হলো, এমন তো হওয়ার কথা না।