নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
শাকিল ভাইয়ের সঙ্গে আমার শেষ দেখা কিছুদিন আগে বেঙ্গলের মিউজিক ফেস্টে। মূল মঞ্চের বাম পাশে সামনের দিকে ফুড কোর্টের পাশে স্মোকিং জোনের সামনেই দেখা গেলো তাঁকে। কিন্তু আশপাশে অনেক লোক ছিলো বলে সেই আড্ডার ভেতর হঠাৎ গিয়ে উপস্থিত হয়ে আড্ডায় ব্যাঘাত ঘটাতে ইচ্ছে হয়নি। দূর থেকেই বিদায় নিয়েছি তাই। তাছাড়া আমি মানুষটা অনেকটাই নিভৃতচারী, কথা কম বলি, তেমন আড্ডাবাজ নই। মাথায় অগোছালো ভাবনার পসরা সাজিয়ে একাই হাঁটতে পছন্দ করি। এ নিয়ে বন্ধু ও পরিচিত মহলে আভিযোগের শেষ নেই। আমি এমনই, অনেকটাই অসামাজিক। এমনটি হবে জানলে এগিয়ে গিয়ে কথা বলতাম।
শাকিল ভাইকে যতটা চিনেছি, তার অনেকটাই মূলত ফেসবুক থেকে। আমার লিস্টের অনেকেরই কাছের মানুষ ছিলেন তিনি। Anjan রায় দার কথাই সবার আগে বলতে হয়। তাঁর পরিবারের সঙ্গে ঘনিষ্টতার কথা ফেসবুকেই জেনেছি। আছেন Debu Bhattacharjya, ছিলেন জয়দেব নন্দীদা। আর বিনোদন জগতের সেলিব্রেটিরা তো আছেনই। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দের মুখেও শুনেছি তাঁর গুণের কথা। যতটা জেনেছি, চূড়ান্ত ক্ষমতার খুব কাছাকাছি থেকেও তিনি ছিলেন নিরহংকার, নির্লোভ, মিশুক, প্রগতিশীল এবং ভালো মানুষ। একজন নেতার যেমনটা হওয়া উচিৎ, একজন স্বভাবকবি যেমনটি হয়। অথচ আজ হঠাৎ কী থেকে কী হয়ে গেলো!
শাকিল ভাইয়ের মৃত্যুর খবরটা প্রথম পাই আজ দুপুরে Anisul Hoque ভাইয়ের স্ট্যাটাস থেকে। তড়িঘড়ি নিউজরুমে খোঁজ নেই, অন্য অনলাইন পত্রিকায় খবর খুঁজি। তারপর মনটা বিষাদে ভরে ওঠে।
শাকিল ভাইয়ের কবিতা ভালো লাগতো। গত রাতে ফেসবুকে পোস্ট করা কবিতাটি পড়েই অনেকের মতো জানতে চেয়েছিলাম, 'ভাই, are you ok?' জবাব পাইনি। আজ দেখছি তাঁর টাইমলাইন থেকে কবিতাটি উধাউ! সেদিন মাননীয় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটা অল্পের জন্য রক্ষা পেলো, আর আজ মারা গেলেন তাঁর বিশেষ সহকারী। বিষয়গুলো ভালো ঠেকছে না। স্রষ্টা শাকিল ভাইয়ের আত্মার শান্তি বিধান করুন। মৃত্যুর সঠিক কারণটি জানা যাক।আর, মাননীয়ার ও প্রিয় বাংলাদেশের সুরক্ষা নিশ্চিত হোক --এই কামনা করি।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৯
এডওয়ার্ড মায়া বলেছেন: শাকিল ভাইয়ের অনেক কিছুইএখন শুন্তে পাচ্ছি
০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৭
...নিপুণ কথন... বলেছেন: ক্ষমতাবান মানুষ বেঁচে থাকতে তাঁর প্রশংসা করে লেখে যারা তাদের অধিকাংশই ধান্দাবাজ। মরে গেলে লেখে যারা, তারা প্রকৃত গুণমুগ্ধ। কারণ মৃত মানুষের দ্বারা কোনো উপকার হবার নেই, জেনেও তার ভালো দিকটা তারা তুলে ধরে। বি পজেটিভ।
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪২
চাঁদগাজী বলেছেন:
বড় বড় পোস্টে থাকলে বিরাট বিরাট ঘটনার নায়ক হতে হয়।