নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
আজ আমি ভোর সাড়ে ৫ টায় ঘুম থেকে উঠেছি! নিজের কাছেই বিশ্বাস হচ্ছে না। সূর্যটা আজ কোনদিকে উঠলো, যাই দেখে আসি!
.
ভোরের প্রথম সূর্যোদয়ের যে আগুন, সেই আগুনের সৌন্দর্য আলাদা। রাতের আঁধার কেটে যায় এই আগুনে। এই আগুনটা অল্প অল্প করে ছড়িয়ে পড়ে গোটা আকাশে। খুব ভোরে ঘুম ভাঙা পাখির কিচিরমিচির এই আগুনে ঘি ঢেলে দেয় যেন।
.
তারপর আস্তে আস্তে এক সময় সেই আগুনের উৎসটা দেখা যায় আকাশের এক কোণে। বিশাল বড় থালার মতো উৎসটাকে আমরা সূর্য বলি। সূর্যদেবের অনেক তেজ। সেই তেজই বাঁচিয়ে রেখেছে আমাদের এই পৃথিবীকে, ফলে বেঁচে আছি আমরা।
.
আমি প্রতিটা দিন এভাবেই ভোরে উঠতে চাই, কিন্তু পারি না। মনে পড়ে গেলো শৈশবের দিনগুলোর কথা। ভোরে ঘুম থেকে ওঠানোর জন্যই বাবা ইচ্ছা করে আমাকে স্কুলের প্রভাতি শাখায় ভর্তি করাতো। বাবার ডাকাডাকিতেই খুব রাগ নিয়ে চোখ ডলতে ডলতে উঠতাম। তারপর তড়িঘড়ি করে রেডি হয়ে স্কুলের ভ্যানে উঠে স্কুলে যেতাম। তখন কতো ভেবেছি, আজ আমি যদি আরেকটু দেরীতে উঠতে পারতাম! বাবা যদি এভাবে প্রতিদিন ডেকে না তুলতো, যদি সারাক্ষণ তাড়ার ওপর না রাখতো! আমি যদি একটু স্বাধীনতা পেতাম!
.
আজ এই বয়সে এসে আমি আমার ভুল বুঝতে পারি। বাবাই ঠিক ছিলো। বাবার সেই প্রচেষ্টাতেই আজ আমি যতটুকু পথ পাড়ি দিতে পেরেছি। আজ এই পবিত্রতম ভোরে, বাবা, তোমায় মনে পড়ে।
.
বন্ধুরা, শুভ সকাল। দিনটি সুখবর বয়ে আনুক।
দেব দুলাল গুহ
©somewhere in net ltd.