নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

ব্যতিক্রমদের বাঁচিয়ে রাখা জরুরি

১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

আপনার মতো কিংবা আপনার আশপাশের আর দশটা সাধারণ মানুষের মতো নয়, এমন কেউ কেউ নিশ্চয়ই আছে। তার চালচলন কথাবার্তা হয়তো আপনার কাছে অদ্ভুত লাগতে পারে। কিন্তু, যদি একটু ভালোভাবে খেয়াল করেন, তবে দেখবেন, সে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনার চেয়েও অনেক ভালো।
.
যে কাজটি করতে আপনার অনেকটা সময় লেগে যায়, সেই কাজটি সে হয়তো অতি অল্প সময়ে অনেক ভালোভাবে করে দেখাতেও পারে। সে নিশ্চয়ই বিশেষ কিছুতে বিশেষজ্ঞ, স্রষ্টা তাকে কিছু ক্ষেত্রে কম দিলেও অন্য কিছুতে নিশ্চয়ই বিশেষ কিছু বেশি দিয়েছেন। সেই দিকটা খুঁজে বের করে তাকে উৎসাহ দেওয়াটা জরুরি। ভেতরের প্রতিভাকে খুঁজে এনে তার বিকাশ সাধনের চেষ্টা করুন।
.
সে পাগল নয়, কিংবা প্রতিবন্ধীও নয়। সে অন্যদের চেয়ে আলাদা। দেখবেন আর দশটা সাধারণ মানুষের চেয়ে তার মনটা বেশি ভালো। তাকে অবহেলায় দূরে ঠেলে দিবেন না। বড় বড় মনিষীদের জীবনী পড়ে দেখুন। পড়ুন সুপারহিরোদের গল্প। দেখবেন তারাও একসময় এমনটাই ছিলেন। তারা অস্বাভাবিক বলেই তারা সবার থেকে আলাদা এবং দুর্লভ।
.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ৬৮টি শিশুর ভেতর ১টি শিশুই এমন। বাংলাদেশেও হয়তো পরিসংখ্যানটা এমনই হবে। এদেরকে এদের মতো থাকতে দিন, পারলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, বন্ধুর মতো মিশুন। স্বাভাবিক জীবনে তাকে আমন্ত্রণ জানান। দেখবেন সে আপনাকে মোটেও নিরাশ করবে না।

+দেব দুলাল গুহ

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এদেরকে এদের মতো থাকতে দিন, পারলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, বন্ধুর মতো মিশুন। স্বাভাবিক জীবনে তাকে আমন্ত্রণ জানান। দেখবেন সে আপনাকে মোটেও নিরাশ করবে না।

++++++++++++++++

২| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: ভালো উপদেশ।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০১

কানিজ রিনা বলেছেন: পৃথিবীতে সবচেয়ে ভাল মানুষ গুল একটু
পাগল হয়। বিখ্যাত মানুষ গুলর জীবন
ইতিহাস তাই বলে। ধন্যবাদ,

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৬

ধ্রুবক আলো বলেছেন: লেখাটা খুব গুরুত্বপুর্ন....

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১০

অগ্নি সারথি বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.