নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
আজকালকার ছাগল নাকি ঘাস খাওয়া বাদ দিয়ে গাছ থেকে আম পেরে খেতে শিখে গেছে। ক্লাস ওয়ানের বাচ্চাদেরকে বিশেষ গুরুত্ব সহকারে শেখানো হচ্ছে 'ওড়নার গুরুত্ব ও প্রয়োজনীয়তা'। ধর্মশিক্ষায় বলা হচ্ছে কাউকে Heart(আঘাত!) করা যাবে না। সুন্দর সুন্দর কবিতাগুলো কবির অনুমতি ছাড়া কেটেকুটে বিশ্রি বানিয়ে দেয়া হচ্ছে। ছোট থেকেই শিশুর কোমলমতি মনে ঢুকিয়ে দেয়া হচ্ছে সাম্প্রদায়িক বিষবাষ্প, তাকে বুঝিয়ে দেয়া হচ্ছে তার ধর্মীয় পরিচয়। কাজেই সে আর নিজেকে একজন মানুষ হিসেবে না দেখে ছোট থেকেই ধর্মীয় পরিচয়ে দেখতে দেখতে বড় হচ্ছে। অন্য ধর্মের কারো সঙ্গে বন্ধুত্ব করার আগে এখন সে দশবার ভাববে। ঠিক একইভাবে অন্য ধর্মের কারো লেখা সুন্দর কবিতা-ঝরঝরে গদ্যও সে পড়বে না।
ওদিকে, দেশ সেবার ব্রত নিয়ে সরকারি চাকুরিতে জয়েন করে সৎপথে সংসার চালাতে হিমিশিম খাচ্ছেন অনেকেই। এখনও আশার কথা, এমন কিছু মানুষ এখনও শত অনৈতিক পথের হাতছানি উপেক্ষা করে সৎ আছেন। অথচ মনখুলে এরা কেউ দুটি কথাও লিখতে পারেন না, চাকরি যাওয়ার ভয়ে। বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে হিমশিম খেয়ে তার পড়ালেখাই বন্ধ করে দিতে হয় সৎ ম্যাজিস্ট্রেটকে!
একদিকে জেনেবুঝে মৌলবাদকে প্রশ্রয় দিয়ে উল্টোপথে হাঁটা, অযোগ্য লোককে বড় পদে বসানোর খেলা, অন্যদিকে সৎ মানুষদের কান্না। কোনটার জয় হবে? খুব করে চাই, এখান থেকেও দেশটা ঘুরে দাঁড়াক। যে নীতি ও আদর্শকে পুঁজি করে, যে কথা দিয়ে বর্তমান সরকার আমাদের ভোটে ক্ষমতায় এসেছিল, তার থেকে দূরে সরে না যাক। সত্য, সুন্দর, মানবতা ও মুক্তিযুদ্ধের চেতনার জয় হোক। জয় বাংলা।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০১
আপেক্ষিক মানুষ বলেছেন: লেখক বলেছে, ধর্মশিক্ষায় বলা হচ্ছে কাউকে Heart(আঘাত!) করা যাবে না। ভাই এইটা কোন ধরনের মৌলবাদ এইটা আমার বুঝে আসছে না।
হ্যা ভাই ছাগল যে কাঠাল ও খেতে শুরু করছে এইটাতো বুঝতেই পারতেছি!
০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৯
...নিপুণ কথন... বলেছেন: ওটা বানান ভুল। ওটাকে কেউ মৌলবাদ বলে নি। কাঠালপাতা খেকো ছাগলেরা একটু বেশিই বুঝতে চায়। এখানেই বিপদ।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
জাহিদ অনিক বলেছেন: ঠিকই বলেছেন ।
এদেশে এখন আর কিছুই মানূষের মত হচ্ছে না ।
সব গাধা ছাগলে ভর্তি ।
লিখে যাবেন, আপনার ফেসবুক ওয়ালে দেখে এলাম বুদ্ধিমান গাধা। পোষ্ট শুরু করেছেন ছাগল দিয়ে ।
দেশটা আসলেই ছাগল গাধায় ভর্তি ।
এদের মানুষ করা হোক ।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ছোট থেকেই শিশুর কোমলমতি মনে ঢুকিয়ে দেয়া হচ্ছে সাম্প্রদায়িক বিষবাষ্প, তাকে বুঝিয়ে দেয়া হচ্ছে তার ধর্মীয় পরিচয়।
র তে রথ টানা
এটা পাঠ্য বই থেকে উঠিয়ে দেওয়া উচিত। কারণ, এতে শিশুরা সাম্প্রদায়িক বিষে বাষ্প হবে।
০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৬
...নিপুণ কথন... বলেছেন: কোথায় আছে 'র' তে 'রথ টানা'? ছবিসহ পোস্ট করেন তো দেখি!
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পড়ে ভালো লেগেছে।