নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
আজকের তারিখটা কিন্তু দারুণ। ১৭-০১-১৭। ১৭ গুণ ১ = ১৭। প্রতিটি ডিজিট যোগ করলেও ১৭ হয় (১+৭+০+১+১+৭ = ১৭)। দারুণ একটা বিষয় 'আবিষ্কার' করলাম তো!
মানুষ যে কেন বড় হয়! বিশেষ করে ছেলেদের বড় হওয়া ঝামেলার। যতই বড় হচ্ছি, ততই বাড়ছে দায়িত্ব, প্রত্যাশার চাপ। পড়ালেখা করো মন দিয়ে, পড়ালেখা শেষে আবার পড় চাকরির পড়া, চাকরি পেলে এবার একটা বিয়ে করো! আর যেই বিয়ের জালে ফেসে গেলে, সেই তোমার ঘাড়ে বাড়তি এক পরিবার। বড় হলেই মানুষের আসল চেহাড়া দেখা যায়!
তবুও তো মানুষ বড় হয়! বড় তো হতেই হয়। ছোট থাকতে চাইলেও সে পারে কই? পারে নাতো! আমিও তো বড় হচ্ছি। চলে গেলো আরও একটি বছর। হতাশা, ব্যার্থতা আর হয়তো কিছু সাফল্যও অর্জন করেছি। কিন্তু আসল কথা হলো, আমি পথ ধরে হাঁটছি। ঠিক না বেঠিক পথ আমি জানি না, শুধু জানি থেমে নেই আমি। আজকালকার দুনিয়ায় সত্য ও সুন্দরের পথে টিকে থাকার চেষ্টাটাই বা কম সাফল্যের কে বললো?
মা একটু আগে ফোন দিলো। দিয়ে মনে করিয়ে দিলো, সেই দিনটাও নাকি মঙ্গলবারই ছিল, বাংলায় ৩ মাঘ, ইংরেজিতে ১৭ জানুয়ারি। ঠিক আজকের মতো অথবা এর চেয়ে বেশি শীত ছিল সেই রাতে। ফরিদপুরের পানি ওয়াপদা (পানি উন্নয়ন বোর্ড) এর নির্মাণ কাজ চলছে। পিছের বাড়িটাই আমাদের ছিল। রাত আনুমানিক ৩টায় মায়ের প্রসব বেদনা উঠলো। রিক্সায় করে হাসপাতালে নেয়ার চেষ্টা সফল হতে দিলাম না আমি। দুনিয়া দেখতে চাই, জলদি, তখনই। রিক্সায় ওঠার আগেই সেই নির্মাণকাজের জন্য এনে রাখা খোয়া বালির মাঝে লাফ দিয়ে পড়লাম। কোনো কান্নাকাটি নাই। মা থেকে আমাকে আলাদা করা হলো। তারপর দাদু তাঁর সাদা খদ্দরের চাদরটা দিয়ে দু-তিনবার আমাকে ঝাঁকি দিতেই, সেই যে কান্না শুরু করলাম, তা আজও নিরবে অথবা সরবে চলছে।
গল্পটা বাবার মুখে শোনা। বাবা বলতো, সেই রাতে আমার নাকি বাঁচারই কথা ছিল না। বেঁচেই যেহেতু গেছি, সেহেতু বাবার মতে আমি 'খুব বড় কিছু হবো', খুব ভালো অথবা খুব খারাপ কিছু। (আমার আগে বাবা-মায়ের এক সন্তান পৃথিবীর আলো দেখেনি। আমি তার প্রতি কৃতজ্ঞ, কারণ সে বেঁচে থাকলে 'পরিবার পরিকল্পনা'মাফিক আমি আর জন্ম নিতাম না!)
কী হচ্ছি বা কী হবো জানিনা, শুধু জানি, এখনও বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছি। আবেগ অভিমান হতাশা ঝেরে ফেলে, বাস্তবিক হয়ে সামনে এগিয়ে যেতে চাই। সবার জন্য সুন্দর ও ভালোবাসার রঙে রাঙ্গানো একটা পৃথিবী গড়তে চাই।
-দেব দুলাল গুহ
২| ১৭ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৪:১২
চাঁদগাজী বলেছেন:
শুভ জন্মদিন, সুখী হোন জীবনে।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১২
একজন সত্যিকার হিমু বলেছেন: শুভ জন্মদিন/জন্মরাত ।
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২২
সাদা মনের মানুষ বলেছেন: আবিষ্কারকের জন্য শুভ কামনা, সুন্দর ও সুখী হোক আপনার সমস্তটা জীবন
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৫
মোস্তফা সোহেল বলেছেন: জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩১
খায়রুল আহসান বলেছেন: শুভ জন্মদিন!
১৭ একটি মৌলিক সংখ্যা। আপনার লেখায়ও মৌলিকতার ছাপ, নিশ্চয়ই চিন্তা চেতনায়ও। শুভকামনা রইলো...
রিক্সায় ওঠার আগেই সেই নির্মাণকাজের জন্য এনে রাখা খোয়া বালির মাঝে লাফ দিয়ে পড়লাম - বাব্বাহ! ঝাঁপ দিয়েই জীবনের শুরু?
সেই যে কান্না শুরু করলাম, তা আজও নিরবে অথবা সরবে চলছে - সরব অথবা নীরব কান্না জীবনের অনুষঙ্গ। এর সাথে অবশ্য ঝাঁপাঝাঁপিও চলে।
আপনার জীবন সুখ ও আনন্দের হোক, অন্য আরো অনেকের জীবনে সুখ ও আনন্দের কারণ হউন, এ শুভকামনায়...
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এর আগে আপনার অনাগত এক ভাই রণে ভঙ্গ দিয়ে শহীদের খাতায় নাম লিখিয়েছেন।
আর আপনি অনেক কিছুর সাথে যুদ্ধ করে এসেছে, তাই আপনাকে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। যুদ্ধ ক্ষান্ত দিলেই পরাজয় নিশ্চিত।
আপনার জন্য শুভ কামনা রইল।
৮| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১২
সিনিয়ার মোফিজ বলেছেন: শুভ জন্মদিন।
৯| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
জাহিদ অনিক বলেছেন: শুরুতেই নিউমারোলজির ফান্ডা !!!
শুভ জন্মদিন
১০| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:১৯
...নিপুণ কথন... বলেছেন: সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:১৬
রাফা বলেছেন: খারাপ নয় ভালো হউন,ভালো করুন ও সবাইকে নিয়ে ভালো থাকুন।
শুভ হোক প্রতিটি দিনই।