নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
'অহংকার পতনের মূল' কথাটির প্রমাণ চান? 'দ্য কপিল শর্মা শো' এর বর্তমান অবস্থা দেখুন। কপিলের অহংকার এতোটাই বেড়ে গিয়েছিলো, যে সে শো এর বাকি আর্টিস্টদের অবজ্ঞা করাটাকে স্বাভাবিক ব্যাপার বানিয়ে ফেলেছিলো। শোতেই তো দেখা যেতো কীভাবে অন্যদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করতো কপিল, পঁচাতো, অপমান করতো। প্রথম প্রথম একে শো এর স্ক্রিপ্ট অনুযায়ী পরিকল্পিত ঘটনা বলে মনে হলেও কয়েকটা পর্ব দেখলেই ভুলটা ভেঙ্গে যায়। আসলে অনেক দৃষ্টুকটু ও ঝামেলাপূর্ণ দৃশ্য কেটে কেটে বাদ দিয়ে শো টিভিতে উন্মুক্ত করা হয়। এমনকি অভিযোগ আছে, বিদ্যা বালানের মতো বড় তারকাকেও নাকি কপিল বসিয়ে রেখে নিজে দেরীতে এসেছে শোতে!
তারপর সেদিন অস্ট্রেলিয়া থেকে ফেরার পথে প্লেনের ভেতর সুনীল গ্রোভারকে জুতাপেটা করার সাহস এবং অন্য আর্টিস্টদের 'আমি চাইলে যখন-তখন তোদেরকে ধাক্কা দিয়ে শো থেকে বের করে দিতে পারি' ধরণের হুমকিটা কপিল দিতে পেরেছে এই অতিরিক্ত অহংকারের কারণেই। সে নি:সন্দেহে সেরা কমেডিয়ানদের একজন, কিন্তু আসলে সেও তো মানুষ, তাই তারও অহংকার হয়েছে। এবার যা তার পতনের কারণ হয়েছে।
যে শো সনি টিভির সেরা শো, বলিউডের বড় বড় তারকারা যেই শোতে আসতেন নিজের নতুন ছবির প্রচারণা চালাতে, এমনকি হলিউডের জ্যাকি চ্যানও এসে ঘুরে গেছেন যে শো থেকে, সেই শো আজ বন্ধ হবার উপক্রম হয়েছে। ডাক্তার মাশুড় গুলাটি সুনীল থেকে চা বিক্রেতা কপিলের বন্ধুসহ নানী, শো এর মূল শিল্পীরাই প্রায় সবাই একযোগে শো ত্যাগ করেছে। অতিথি হয়ে আসতে চাইছে না কেউ। চ্যানেল চেষ্টা চালাচ্ছে সমঝোতা করার, এমনকি অন্য কমেডিয়ান এনে শো আবার জমিয়ে তুলতে, কিন্তু আপাতত সেই চেষ্টা সফলতার মুখ দেখেনি। আদৌ আর এই জনপ্রিয় শো এর নতুন কোনো পর্ব ধারণ করা সম্ভব হবে কিনা কে জানে? পুরাতন পর্বগুলোই হয়তো ততদিন দেখিয়ে যেতে হবে সনি চ্যানেলকে!
এর থেকে আমাদেরও অনেক কিছু শিক্ষা নেবার আছে। আমাদের দেশের মিডিয়াতে বেতনবৈষম্য চরমে। মেধাবিরা সারাদিন খেটে মরলেও যোগ্য মূল্যায়ন পায় না। অথচ কাজ ভালো না জানলেও তেলবাজি, কম্প্রোমাইজিং, ধান্দাবাজি, আর মামা-চাচা-বাবার জোরে গা এলিয়ে উচ্চ বেতন খেয়ে ঘুরে বেড়ায় অনেকে। আর প্রতিষ্ঠান ঐ মেধাবি-বঞ্চিতদের অসহায়ত্বের সুযোগ নেয়, অভাবের মধ্যে রেখে হাতে রাখে, বনসাই বানিয়ে টেবিলে সাজিয়ে রাখে! কালের বিচার না হয় বাদই দিলেন, এরাই যদি একদিন চালাক হয়ে যায়, সহ্যের সীমা যদি অতিক্রম করে ফেলে, তবে কিন্তু প্রতিষ্ঠান আর টিকবে না। সুতরাং, সময় থাকতে যোগ্যদের উপযুক্ত মূল্যায়ন করুন।
দেব দুলাল গুহ
২| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ১০:০৭
ধ্রুবক আলো বলেছেন: অহংকার পতনের মূল, তবুও মানুষ জ্ঞান হীন!
@চাঁদগাজী ভাই, 'দ্য কপিল শর্মা শো' ইন্ডিয়ার এক চ্যানেল নাম সনি টেলিভিশন এ দেখায়! কমেডি শো।
৩| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ২:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছুটা সত্য। কপিলের মধ্যে অহংবোধ এসে গিয়েছিল...
৪| ২৬ শে মার্চ, ২০১৭ সকাল ৭:১৯
টারজান০০০০৭ বলেছেন: ধুর ! বেল পাকলে কাকের কি !
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৭
চাঁদগাজী বলেছেন:
'দ্য কপিল শর্মা শো' কোথায় হয়? আমি দেখিনি বলে ওর দর্শক কমে গেছে, মনে হয়!