নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ফরিদপুরে স্বাগত জানাই

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আপনাকে ফরিদপুরের মানুষ অনেক ভালোবাসে, আপন ভাবে। আপনি তো বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা। বঙ্গবন্ধু বৃহত্তর ফরিদপুরেরই সন্তান। আপনি আপনার কন্যার বিয়ে দিয়েছেন এই ফরিদপুরেই। তবুও অনেকদিন ধরে আপনি ফরিদপুরে আসেন না। আজ আপনার আসার কথা। আসুন, এসে দেখুন, আপনি আসবেন বলে কী চমৎকার সেজেছে ফরিদপুর।
.
ফরিদপুরের মানুষকে আপনি দিয়েছেন অনেক। গত দুই আমলে ক্ষমতায় থেকে আপনি ফরিদপুরকে আগের চেয়ে অনেক উন্নত করেছেন। সরকারের কেন্দ্রে থেকে অনেক উন্নয়ন প্রকল্পে সম্মতি দিয়েছেন। আপনার প্রতি ফরিদপুরের জনগণ কৃতজ্ঞ। কিন্তু শোনা যাচ্ছে বৃহত্তর ফরিদপুর 'মধুমতী' নামে বিভাগ হলেও বিভাগের কেন্দ্র হতে চলেছে গোপালগঞ্জ। নিশ্চয়ই আপনার বিবেচনায় সেটাই ভালো মনে হচ্ছে। পাটুরিয়া দিয়ে সেতুটা হলে ঢাকার সাথে থাকতেও আমাদের আপত্তি নেই। কিন্তু বিভাগ না হলেও এই ফরিদপুরে যেন একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়, ঐতিহাসিক রাজেন্দ্র কলেজকেই আপনি চাইলে বিশ্ববিদ্যালয় করতে পারেন, এমন দাবি আমার করা রিপোর্টেই উঠে এসেছে ছাত্রদের কন্ঠে দৈনিক প্রথম আলোতে ২০১৪ সালে। ফরিদপুরে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও যেন হয়। ঢাকার সাথে যোগাযোগ বৃদ্ধিতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সেতু যেন দ্রুত হয়, ফরিদপুরের সাথে ঢাকার সরাসরি রেল যোগাযোগ যেন যত দ্রুত সম্ভব চালু হয়। বৃটিশ আমল থেকেই দক্ষিণ অঞ্চলের কেন্দ্র হিসেবে থাকলেও, এমনকি স্বাধীনতার পরে প্রায় প্রতিটি সংসদে কমপক্ষে একজন মন্ত্রী থাকার পরেও এই অঞ্চলে যতটা উন্নতি হয়নি, আপনি গত দুই আমলে তাই করেছেন। আমাদের আশা, আপনি আরও করবেন।
.
আপনি যখন ফরিদপুরে সড়ক পথে ঢুকবেন, দেখবেন গোটা রাস্তায় আলোকসজ্জা, আর রাস্তার দুই পাশে ব্যানার, তোরণ। দেখবেন জলের ভাসছে নৌকা। দেখবেন রাস্তাগুলো সুন্দর, মসৃণ। দেখবেন সব উঁচু উঁচু ভবন, আগে যতটা ছিলো না। এসব দেখে আপনার নিশ্চয়ই ভালো লাগবে। আপনার জন্য আনা হয়েছে ময়ূর, বড় বড় মাছ। সুসজ্জিত হয়েছে মন্ত্রী মহোদয়ের বাড়ি। আপনার নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে রাস্তাঘাট যান চলাচলের জন্য হয়েছে বন্ধ, রাস্তার পাশের অবৈধ স্থাপনা হয়েছে উচ্ছেদ। আপনাকে একটিবার দেখার জন্য আপনার বক্তব্য শোনার জন্য লাখো জনতার ভিড় নামবে ঐ ঐতিহাসিক রাজেন্দ্র কলেজের মাঠে। আমাদের আশা, আপনি নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের দু:খের কথাও শুনবেন। কারণ আপনি জনমানুষের নেত্রী, আপনি জাতির জনকের কন্যা। আপনার ওপর জনগণের অনেক আশা-ভরসা। তাই আপনাকে সবার কথা শুনতে হবে। আর মাঝে মাঝে আপনাকে এই শহরে আসতে হবে, আমাদের খোঁজ-খবর রাখতে হবে।
.
ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন নাগরিক সুযোগ-সুবিধা পায়, চিকিৎসাসেবার মান যেন ঠিক থাকে, বেকারের সংখ্যা যেন হ্রাস পায়, গরিব যেন আরও গরিব না হয়, অসহায়ের সম্পত্তি যেন বেদখল না হয়, নেশাদ্রব্যের সহজলভ্যতা যেন শূণ্যের কোঠায় নেমে আসে, সর্বক্ষেত্রে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা যেন রক্ষিত হয়।
.
পরিশেষে আপনাকে ফরিদপুরে শুভেচ্ছা ও স্বাগতম জানাই।

দেব দুলাল গুহ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.