নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
আমার লিস্টে যারা ডাক্তার আছেন, তাদের অধিকাংশই আমার সব পোস্ট মনোযোগ দিয়ে পড়েন, কিন্তু ডাক্তারদের নিয়ে কিছু লেখা বা পোস্ট দেয়া অথবা ভূল চিকিৎসার অভিযোগে রোগী মারা গেলে, সেই অভিযোগের খবর শেয়ার করলেই শুধুমাত্র কমেন্ট বা মেসেজ দিয়ে প্রতিবাদ জানিয়ে নিজেদের উপস্থিতি জানান দেন। এই বিশেষ সময়টুকুতে আমি নিজেকে খুব ভাগ্যবান ও ধন্য মনে করি, বাকি সময় তো ভুলেই যাই আমার এতো ডাক্তার বন্ধু আছে! তাদের একতার প্রশংসা করতেই হয়।
.
সাংবাদিকদেরও এটা পেশা যে সমাজের কোথাও কোনো অনিয়ম বা অসঙ্গতি চোখে পড়লে তা সবার সামনে তুলে আনে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কাজেই, অন্যান্য সকল ক্ষেত্রের মতো চিকিৎসাক্ষেত্রেও অনিয়ম হলে বা সুচিকিৎসা না হলে বা এমন কোনো সুনির্দিষ্ট অভিযোগ উঠলে সেটা নিয়েও তারা প্রতিবেদন করেন, করাটাই তাদের পেশা। এজন্য একজন সাংবাদিকের সকল ডাক্তার বন্ধু কেন নারাজ হবে? অথচ দেখা যায়, ডাক্তারদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলেই সকল ডাক্তার এক হয়ে যান। খুব ভালো কথা। কিন্তু অভিযোগ ওঠার কথা লেখা আর অভিযুক্ত করা কি এক কথা? এটা তো ঠিক যে ঢাবির ঐ শিক্ষার্থীর মৃত্যু নিয়ে একটা সন্দেহ তার সহপাঠিদের মধ্যে আছে, এজন্য তারা হাসপাতালে ভাংচুরও চালিয়েছে। এই কথাটাই তো লিখেছে পত্রিকা, সরাসরি তো ডাক্তার বা হাসপাতালকে দোষ দেয়নি, তাই না? প্রমাণ হাতে না এলে মূল ধারার কোনো পত্রিকা তা করেও না।
.
ভালো-মন্দ সব পেশাতেই আছে। অসাধু ডাক্তার যেমন আছে তেমনি অসাধু সাংবাদিকও হয়তো আছে। তাই বলে সন্দেহটা প্রকাশ করা যাবে না? বাকস্বাধীনতা থাকবে না? সাংবাদিকরা লিখবেন, ডাক্তাররাও একমত নাহলে প্রতিবাদ করবেন, এটাই স্বাভাবিক। অথচ ডাক্তাররা হর-হামেশাই বলে থাকেন, ডাক্তারদের নিয়ে কিছু লিখতে হলে ডাক্তারি জেনে বুঝে নাকি আসতে হয়। আপনারা কি ভাই সাংবাদিকতা শিখে এসে সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন? নিশ্চয়ই না। এটাও ঠিক না যে সব ডাক্তার রোগীর সঠিক চিকিৎসা দেন, হাসপাতালগুলোতে কোনো অনিয়ম হয় না। আমার মাস দুয়েক আগের অভিজ্ঞতা বলে একই রোগীর চোখের পাওয়ার দুইদিনের ব্যবধানে দুজন ডাক্তার দুইরকম (অনেকটা ব্যবধান) নির্ণয় করেছেন।
.
কাজেই, আসুন সকল ক্ষেত্রেই অন্যায়ের প্রতিবাদ করি, ভালোকে খারাপ থেকে আলাদা করি। যার যার পেশায় থেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে চেষ্টা করি।
+দেব দুলাল গুহ
২| ১৯ শে মে, ২০১৭ রাত ১১:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব পেশাতেই ভালো খারাপ আছে। কিন্তু কথা হচ্ছে যদি আইনটা আমরা সবাই সুন্দর করে মেনে চলতাম তাহলে এসব দ্বন্দ্ব আর থাকতো না...
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৭ রাত ৯:৪৬
বিষাদ সময় বলেছেন: খুব ভাল লাগলো আপনার লেখাটি পড়ে। নিজের এবং পরিবারের বিভিন্ন ব্যক্তির চিকিৎসা সেবা নিতে গিয়ে আমাদের দেশের চিকিৎসকদের মান নিয়ে আমার যে ধারণার সৃষ্টি হয়েছে তা আর বলতে চাই না, কারণ বলতে গেলে হয়তো ভাষা মার্জিত থাকবে না। বাংলাদেশে পরিবহন শ্রমিকদের পরে সবচেয়ে ঐক্যবদ্ধ হলেন ডাক্তার সমাজ। তারা ৩ মিনিট একজন রুগি দেখে ১৫০০ টাকা ভিজিট নেন, কমিশন বাণিজ্য করেন, ভুল চিকিৎসা করেন কিন্তু এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলে দেশ অচল করে দিতে পারেন।
আপনি কোন জটিল রোগে ভুগছেন, আপনার নিকট জনের কাছে পরমর্শ চান, দেখবেন আপনার নিকট জন প্রথমেই পরামর্শ দিবেন এখানে অযথা চিকিৎসা করিয়ে টাকা পয়সা নষ্ট না করে পার্শবর্তী কোন রাষ্ট্রে গিয়ে চিকিৎসা করানোর কথা। আমি প্রতিদিন সকাল বিকাল এই পরামর্শ পাচ্ছি এবং আমার দেখা অন্তততঃ এক ডজন ব্যক্তি আছেন যারা এ দেশের বড় বড় বিশেষজ্ঞের পিছনে মাসের পর মাস ঘুরে কোন ফল পাননি কিন্ত পাশ্ববর্তী কোন রাষ্ট্রে গিয়ে ১৫ দিনে প্রায় সুস্থ হয়ে ফিরেছেন।
তাই এখন কোন মন্ত্রী, আমলা বা এলিট শ্রেণীকে দেখবেন না এ দেশে চিকৎসা করাতে এমন কি উচ্চ মধ্যবিত্তরাও আর এ দেশে চিকিৎসা করাতে আগ্রহী না। আমাদের এই বিদেশ মুখি করার পিছনে আমাদের দেশের ডাক্তারদের অবদান অনন্য।
সমাজ কলুষিত হয়ে গেছে, এই সমাজের মানুষ হিসাবে ডাক্তারাও কলুষিত হবেন এটাই স্বভাবিক মনে হতে পারে। কিন্তু সাধারণ মানুষের কলুষিত হওয়া আর সেবার শপথ নিয়ে মহান সেবক ডাক্তারদের কলুষিত হওয়া এক নয়। সেবক হিসাবে একজন ডাক্তারের যেমন সব ক্ষেত্রে সম্মান প্রাপ্য তেমনি তিনি যদি কলুষিত হন তবে তার গুরুতর অপমানও একই কারণে প্রাপ্য।