নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

কারণ, আমার রক্ত আমাকে বেইমান হতে শিক্ষা দেয়নি

১৯ শে জুন, ২০১৭ রাত ১:৫৫

মানতে বাধা নেই, পাকিস্তান আজ ব্যাটে-বলে দারুণ খেলেছে। আজ দিনটা ওদের ছিলো। আবার নাক-উঁচু ভারতীয় দলের অহংকার কমানোর জন্য হলেও অন্য কোন দলের কাছে তাদের এমন পরাজয় দরকার ছিলো। খুব খুশি হতাম যদি পাকিস্তান না হয়ে সেই দলটা বাংলাদেশ হতো।
.
ভারতের কোহলি জিভ দেখিয়ে উল্লাস করেছে? এটা ক্রিকেটেরই অংশ, পাকিস্তানি বোলাররাও আজ এর চেয়ে অশালীন অঙ্গভঙ্গি করেছে, আমাদের তামিম রুবেল সাব্বিররাও আগে করেছে। এটুকু উত্তেজনা না থাকলে খেলা জমে না। জিভ দেখিয়ে গোল উদযাপিন তো মেসি রোনালদোরাও করে। শেবাগ তার নিজের দলকে সেমিফাইনাল ও ফাইনালের জন্য শুভকামনা জানিয়েছে, জানাতেই পারে, কিন্তু এতে বাংলাদেশকে ছোট করা হলো কীভাবে? সে কি বলবে বাংলাদেশ জিতবে? তাই কেউ বলে? আমাদের মাশরাফি কি বলতে পারতো ভারত জিতবে? এটা নিয়ে আপনি ক্ষেপে গেলেন, কিন্তু পাকিস্তানের ইমরান খান যে বললো 'বাংলাদেশ সেমিতে গেছে এতে চ্যাম্পিয়নস লীগের আকর্ষণ কমে গেছে', এটা আপনার চোখে পড়ে না? না পড়লে আপনি ধর্মান্ধ, স্বজাতির টান টানেন। ওরা কিন্তু একাত্তরে স্বজাতি বলে আমাদেরকে কোনো ছাড় দেয়নি, গণহত্যা চালিয়েছে, ধর্ষণ-লুট চালিয়েছে। সেইসময় নিজেদের স্বার্থেই হোক আর মানবতার খাতিরেই হোক, ভারত আমাদের বন্ধুর ভূমিকায় থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে লড়েছে। লাখে লাখে শরনার্থীকে আশ্রয় দিয়েছে, খাইয়ে বাঁচিয়েছে, ট্রেনিং দিয়েছে। এখনকার কথা বলছেন? ফেলানি হত্যার বিচার দুই দফার হয়েছে ওদের আদালতে। আশানরূপ বিচার না পাওয়ায় আবার আবেদনও করা হয়েছে। কিন্তু পাকিস্তান আদালত বসানো দূরে থাক, এমন ৩০ লাখ ফেলানি হত্যা আর ২ লাখ ফেলানির ইজ্জতহানির জন্য একবার মুখের ক্ষমাও কি চেয়েছে? আর তিস্তায় পানি আসবে, সরকারের ওপর ভরসা রাখুন। দুই দেশের বাণিজ্য বাড়ছে, ভিসা সহজ হয়েছে। বাকি অমিমাংসিত বিষয়গুলিরও একদিন সমাধান হবে।
.
তবে, পাকিস্তান যত ভালোই খেলুক, যত রেকর্ডই ভেঙে চুরমার করে যত কৃতিত্বই গড়ুক, যেহেতু আমি বাংলাদেশী এবং যেহেতু আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যেহেতু একাত্তরে আমাদের পরিবারটাও সবকিছু হারিয়ে সর্বশান্ত হয়েছে, সেহেতু ৩০ লক্ষ শহীদের প্রাণ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের সাথে আপোষ করে আমি কখনই কোনো অবস্থাতেই পাকিস্তানকে সমর্থন দিতে পারিনা, পাকিস্তানের জয়ের আনন্দে অন্য কাউকে পরাজিত করার পৈশাচিক সুখ আমি লাভ করতে পারিনা। কারণ, আমার রক্ত আমাকে বেইমানি করতে শেখায়নি।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৭ রাত ১:৫৯

কলাবাগান১ বলেছেন: এক চিনা ব্লগার কে দেখলাম গর্ব করে লিখেছে
"রেটিং এ বাংলাদেশ নামবে জেনেও আমি পাকিস্তানকে সমর্থন দিয়েছিলাম।"

২| ১৯ শে জুন, ২০১৭ রাত ২:৩২

জগতারন বলেছেন:
৩০ লক্ষ শহীদের প্রাণ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের সাথে আপোষ করে আমি কখনই কোনো অবস্থাতেই পাকিস্তানকে সমর্থন দিতে পারিনা।
সহমত!!!

৩| ১৯ শে জুন, ২০১৭ রাত ২:৪৫

শাহজাহান নবীন বলেছেন: ভাল বলেছেন।

৪| ১৯ শে জুন, ২০১৭ রাত ২:৫৮

তুষার সুমন বলেছেন: কারণ, আমার রক্ত আমাকে বেইমানি করতে শেখায়নি।
অসাধারন লেখা..........।
বাংপাকিদের পশ্চাতদেশে লাথি মারার মত লেখা।

+++++++++++++++++++++++

৫| ১৯ শে জুন, ২০১৭ রাত ৩:২৮

নিগূঢ় বলেছেন: ঠিক...একদম ছার দেয়া হবে না৷ আমরা পাকিদের ঘৃনা করি৷ আমাদের ছেলে-মেয়ে, নাতি-নাতনি সব অদের ঘৃনা করবে৷ খালি ঘৃণা করলেত হবে না৷ প্রতিশোধ নিতে হবে৷ কেমনে প্রতিশোধ নেবো বলতে পারেন৷

৬| ১৯ শে জুন, ২০১৭ সকাল ৮:৫৬

রানার ব্লগ বলেছেন: কি আর বলি বলেন বাংপাকিরা আজ নাকি ঈদের আমেজ পাচ্ছে বলে আহ্ললাদি হচ্ছে। খেলার কথা যদি বলেন ভারত পাকিস্থান দুই দেশের প্রতি কোন সহমর্মিতা নাই। বাংলাদেশের পর আমি কৃকেট খেলায় সাপোর্ট করি সাউথ আফ্রিকা কে।

৭| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৬

প্রশ্নবোধক (?) বলেছেন: আমাদের এলাকার অধিকাংশ দাদা তো দেখি বাংলাদেশ-ভারত খেলা হলেও ভারতের সাপোর্ট করেন। আবার বিশিষ্ঠ হুজুরানে মজলিশগণ দেখি বাংলাদেশ-পাকিস্থান ম্যাচেও পাকিস্থানকে সাপোর্ট করে। আমি কোন দলকে সাপোর্ট করিনা তবে ভাল খেলা ভাল লাগে। আসলে আমাদের মনের মধ্যে রয়েছে বিষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.