নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
ক্লাস ফাইভের বাচ্চাটা বঙ্গবন্ধুর যে ছবিটা এঁকেছে, সেখানে বিকৃতির কী আছে আমাকে কেউ প্লিজ দেখাবেন? আমি অতটা জ্ঞানী নই, আমার অনুভূতিও হয়তো সামান্যই আছে, তাই বুঝতে পারছি না। কেউ জানালে কৃতজ্ঞ থাকবো।
.
আমার কাছে বঙ্গবন্ধু একজন আদর্শ, একজন অদ্ভুত সম্মোহনী শক্তিসম্পন্ন নেতা, একটি জাতির পিতা তিনি, বাঙালির অবিসংবাদিত নেতা। নতুন প্রজন্ম তাঁকে জানবে, তাঁর সম্পর্কে পড়বে, তাঁকে হৃদয়ে ধারণ করবে এটাই তো আমরা দল-মত-ধর্ম নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনার মানুষেরা চাই, তাই না? নতুন প্রজন্মের প্রতিনিধি একটা ক্লাস ফাইভের বাচ্চা যদি তাঁর ছবি আঁকার চেষ্টা করে, তাঁর ছবি তো নিশ্চয়ই বাচ্চাদের মতোই হবে, শিল্পাচার্য বা পাবলো পিকাসোর মতো হবে না, তাই না? এই ছবি প্রকাশের দায়ে কেন ইউএনও কে জেলে যেতে হবে?
.
বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করে শুধু বাচ্চা কেন, যে কেউ যদি তাঁর ছবি আঁকার চেষ্টা করে, আর সেই ছবি যদি তথাকথিত দৃষ্টিতে দৃষ্টিনন্দন না হয়, তাতেই কি তার দোষ হয়ে যায়? তাতেই কি মানহানি মামলা দিতে হয়? তিনি যে বঙ্গবন্ধুকে ভালোবেসে তাঁর ছবি আঁকার চেষ্টা করলেন, সেই অনুভূতির কি কোনো মূল্য নেই? মূল্য আছে শুধু নেতাদের অনুভূতির? নাকি এখানে কোনো রাজনৈতিক কিংবা অর্থনৈতিক স্বার্থ জড়িত আছে?
.
গণতন্ত্রের এই আরেক জ্বালা, ও থাকলে আমার কাজ হচ্ছে না, দাও ওকে বিতর্কিত ট্যাগ, চালাও ওর বিরুদ্ধে আন্দোলন, খ্যাদাও ওকে। জানি না এই ক্ষেত্রে আসলে কী হয়েছে। তবে আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর নজরে বিষয়টি আসবে এবং তিনি তাঁর সুবিবেচনায় যা করা উচিত তাই করতে নির্দেশনা দিবেন। আর, আমাদের বুঝতে শিখতে হবে কোনটা ইচ্ছাকৃত বিকৃতি আর কোনটা অনিচ্ছাকৃত। এবং, অতি অবশ্যই শিক্ষিত অসাম্প্রদায়িক উঁচু মনের সৎ জনপ্রিয় ব্যক্তিকেই নেতা বানাতে হবে।
দেব দুলাল গুহ / দেবু ফরিদী
২| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ৮:২৩
প্রাইমারি স্কুল বলেছেন: আমার কাছে বঙ্গবন্ধু একজন আদর্শ, একজন অদ্ভুত সম্মোহনী শক্তিসম্পন্ন নেত
আওয়ামী লীগ শেখ সাহেবকে দখল করে, জাতীয় নেতা থেকে পাতি নেতা বানাইতেছে সেটা আওয়ামীলীগও জানে না
৩| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৪
হাফিজ হুসাইন বলেছেন: মনে হয় ছবিটা আঁকার ক্ষেত্রে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। আশা করি বিজ্ঞ আদালত বিষয়টির সুরাহা করবেন
৪| ২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
মহিউদ্দিন হায়দার বলেছেন: তোষামোদের রাজনীতিতে কেউ নিরাপদ না ,সেই আমলা হোক আর কতিথ রাজনীতিবীদ হোক।
৫| ২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: পরিবর্তন চাই স্বার্থসিদ্ধির বিকৃত মানসিকতার
++++
৬| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: পোড়া কপাল আমার।
৭| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১১:১১
আহমেদ জী এস বলেছেন: ...নিপুণ কথন...
কি বিচিত্র এ দেশ !
পরিবর্তন চাই স্বার্থসিদ্ধির বিকৃত মানসিকতার..
পরিবর্তন চাই স্বার্থসিদ্ধির বিকৃত মানসিকতার..
পরিবর্তন চাই স্বার্থসিদ্ধির বিকৃত মানসিকতার..
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০১৭ রাত ২:৩৫
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ শেখ সাহেবকে দখল করে, জাতীয় নেতা থেকে আওয়ামী লীগ নেতা বানায়েছে; অবশ্য উনি নিজেও ১৯৭২ সালে তা করেছেন, সামান্য আওয়ামী লীগের সভাপতির পদের মায়া ত্যাগ করতে পারেননি।