নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

পিছে নয়, সৎসাহস থাকলে সামনে এসে বলবেন।

২৪ শে জুলাই, ২০১৭ রাত ১২:৪৬

আমার ওপর ঈর্ষা থেকে ওদের মনে জন্ম নেবে ক্ষোভ। সেই ক্ষোভ থেকে অনেকেই আমার নামে গীবত রটিয়ে বেড়াবে, আমি যা করিনি বলিনি তাই বলে বেড়াবে, আমার সম্পর্কে নানা মিথ্যা কথা বানিয়ে বলবে, আমার উঠতে বসতে হাঁটতে শুতে দোষ খুঁজবে। ওরা সংঘবদ্ধভাবে আমার পিছে লাগবে। ওরা চায় আমাকে অশান্তিতে রাখতে, যাতে আমি আমার কাজ করতে না পারি, এগিয়ে যেতে না পারি। আমি এগিয়ে গেলে ওদের ক্ষতি! এমনকি ওরা সুযোগ পেলে আমার সর্বোচ্চ ক্ষতি করতেও পিছপা হবে না, আমি জানি। আর আপনি আমার প্রকৃত বন্ধু হলে, আমার বিশ্বাস আপনি ওদের বানানো কথা বিশ্বাস করবেন না। কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু নিয়ে সন্দেহ থাকলে সরাসরি আমার কাছেই জানতে চাইবেন, আমি খুশি হবো। আর এই যে আপনি, যিনি আমার বিরুদ্ধে কুৎসা রটিয়ে বেড়াচ্ছেন, আপনার কথার ভিত্তি থাকলে বা সৎসাহস থাকলে পিছে না বলে সামনে এসে বলবেন।
.
দুনিয়ার অধিকাংশ নির্ভেজাল নিরীহ গুণী মানুষই একা। তারা অন্যের সম্পর্কে বাজে কথা বলে বেড়ান না, এত সময় তাঁদের নেই। পরচর্চা করার চেয়ে ঐ সময়টা অন্য কোনো গঠনমূলক কাজে লাগানো ভালো বলে মনে করেন তাঁরা। তাঁরা শুধু নিরবে কাজ করে যান। আর খারাপ লোকগুলো সবসময় সংঘবদ্ধ থাকে। যার যোগ্যতা যত অল্প, তার আড়ম্বর তত বেশি।
.
আমার কাছে, পরচর্চা তেলবাজি আড্ডাবাজির চেয়ে মুভি দেখা বই পড়া অথবা লেখালেখি করাকে বেশি গুরুত্বপূর্ণ বা ভালোলাগার কাজ বলে মনে হয়। তাই বলে আমাকে দুর্বল ভাববেন না। মাথায় রাখবেন, আপনার চেয়ে হয়তো অনেক বেশি বন্ধুর পথ পাড়ি দিয়ে আমি এসেছি, একা লড়তে আমি অভ্যস্ত। এখন আমাকে যেমন দেখছেন, আগেও আমি এমন ছিলাম, আগামীতেও থাকবো, আমার পূর্বপুরুষও এমনই ছিলো। উচিত কথা বলবেন, বন্ধু হতে চাইবেন, বন্ধু হবেন, আপনার জন্য আমি জীবন দিতে পারি। কিন্তু অন্যায্য কথা বলে বা কাজ করে আপনি পার পাবেন না, এই বিষয়ে নিশ্চিত থাকুন।
.
এবং, আমাদের চিন্তা-ভাবনায় পরিবর্তন আনতে হবে। আমাদেরকে কাজ করতে হবে। অন্য যে গুণী মানুষটি কাজ করে অনেক পরিশ্রম করে এগিয়ে যাচ্ছে, আপনি তাকে টেনে নামানোর চেষ্টা না করে, তার সম্পর্কে বাজে কথা না বলে, তার চেয়ে বেশি পরিশ্রম করে কী করে তাকে ছাড়িয়ে যাওয়া যায়, সেটা ভাবুন। সবাই এভাবে ভাবলে এবং কাজ করলে দেশটাও এগিয়ে যাবে।

দেব দুলাল গুহ / দেবু ফরিদী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.